রাজ্যে নতুন ৪টি ESI হাসপাতাল হচ্ছে, কোথায় কোথায় দেখে নিন ?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের প্রায়ই ঝগড়া চলতেই থাকে। এটি মূলত সরকারি প্রকল্পের টাকা নিয়েই। রাজ্য সরকার তার বরাদ্দ টাকা আদায় করবার জন্য প্রায়ই কেন্দ্রকে চিঠি লেখে। কিন্তু কেন্দ্র এই চিঠিগুলোর কোনো উত্তর দেয়না।

এদিকে কেন্দ্রের নতুন প্রস্তাবে রাজি হয়েছে রাজ্য সরকার। এবার বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্যই নতুন উদ্যোগ নিয়েছে সরকার।

কেন্দ্রের প্রস্তাব মেনে নিল রাজ্য (ESI Hospital in WB)

সম্প্রতি ESI পরিচালন পর্ষদের সূত্র মতে জানা গিয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দার্জিলিংয়ে ESI হাসপাতাল বানানো হবে। যেগুলোর জন্য কেন্দ্র সরকার রাজ্যকে প্রস্তাব দিয়েছে। রাজ্য সরকারও সেই প্রস্তাব গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। এবার বাংলার স্বাস্থ্য কাঠামো আরো উন্নত হতে চলেছে কারণ এই হাসপাতালগুলোতে রোগীরা উচ্চ পর্যায়ের চিকিৎসা পাবেন।

হাসপাতালগুলোতে থাকবে ১০০টি শয্যা

সম্প্রতি ESI পরিচালন পর্ষদের সদস্য এসপি তিওয়ারি বলেছেন আগামী কিছু মাসের মধ্যেই দার্জিলিং ও হলদিয়ায় দুটি ১০০ শয্যার হাসপাতাল চালু করা হবে। যেগুলোতে উন্নত চিকিৎসা পাওয়া যাবে। শুধু দার্জিলিং ও হলদিয়ায় নয় পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে এবং উত্তর ২৪ পরগনার শ্যামনগরেও দুটি করে (ESI Hospital in WB) হাসপাতাল চালু করা হবে। তাই এতে দক্ষিণবঙ্গের রোগীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন।

অন্যদিকে নদিয়ার কল্যাণীতে এইমস তৈরি হয়েছে কিছুদিন আগেই। যেটি চালুও করে দেওয়া হয়েছে। দার্জিলিংয়ের মতো পাহাড়ি জায়গায় ইএসআই হাসপাতাল চালু হলে সেখানকার মানুষরাও উপকার পাবেন। একজন অবধি দেশে প্রায় ১৬০ টি ইএসআই হাসপাতাল চালু করা হয়েছে।

যেগুলোর মধ্যে আটটি সাধারণ ও দুটি দন্তচিকিৎসার হাসপতাল। এগুলোতে ডাক্তারি কোর্সও রয়েছে। এবার শোনা যাচ্ছে এগুলোতে প্যারামেডিক্যাল কোর্সও চালু করা হতে পারে।

রাজ্য সরকার কর্মীদের বেতন বাড়াচ্ছে, আপনিও কি আছেন সেই তালিকায় ?

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com