Air India Recruitment 2023 – মাধ্যমিক পাশ যোগ্যতায় এয়ারপোর্টে চাকরি, ৯৭১ টি শুন্যপদে কর্মী নিয়োগ।

Air India Recruitment 2023 – রাজ্যের যে সমস্ত চাকরিপ্রার্থীরা এয়ার ইন্ডিয়া সংস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এবার ভালো সুযোগ। Air India তরফ থেকে একাধিক শূন্য পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় খুব সহজে আবেদন করা যাবে।

ভারতবর্ষে নাগরিক হলেই এখানে আবেদন করা যাবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে ২৩ টি জেলার উভয় চাকরিপ্রার্থী এখানে আবেদনযোগ্য। এছাড়া আরও অন্যান্য বিষয়বস্তু জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়ুন বুঝুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।

নিয়োগ সংস্থাAI (Air India)
পদের নামHandyman, Utility Agent
মোট শূন্যপদ৯৯৮ টি
আবেদন মাধ্যমঅফলাইনে
আবেদন শেষ১৮-০৯-২০২৩

পদের নাম- হ্যান্ডিম্যান / Handyman

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে (Air India Recruitment 2023)  আবেদন করার জন্য অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করা থাকতে হবে সঙ্গে অতি অবশ্যই হিন্দি এবং ইংরেজি পড়তে, লিখতে, বলতে জানতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।
২) শূন্যপদ – ৯৭১ টি শূন্য পদ রয়েছে।
৩) মাসিক বেতন – যদি আপনার এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ২১,৩৩০/- টাকা হবে। তা ছাড়া আরও সুযোগ সুবিধা পাওয়া যাবে।
৪) বয়স সীমা – যে সকল (Air India Recruitment 2023)   ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনাদের বয়স ২৮ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারেন। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও এখানে পাওয়া যাবে।

পদের নাম- ইউটিলিটি এজেন্ট / Utility Agent

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার জন্য অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করা থাকতে হবে সঙ্গে অতি অবশ্যই হিন্দি এবং ইংরেজি পড়তে, লিখতে, বলতে জানতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।
২) শূন্যপদ – এখানে মোট ২৭ টি  শূন্যপদ রয়েছে।
৩) মাসিক বেতন – যদি আপনার এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ২১,৩৩০/- টাকা হবে। তা ছাড়া আরও সুযোগ সুবিধা পাওয়া যাবে।
৪) বয়সসীমা – যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনাদের বয়স ২৮ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারেন। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও এখানে পাওয়া যাবে।

নতুন চাকরির খবর –১৫০০ শূন্যপদে রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইন মাধ্যমে আবেদন

নিয়োগ পদ্ধতি (Air India Recruitment 2023)

এখানে নিয়োগ করা হবে দুটি ধাপের মাধ্যমে সর্বপ্রথম ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে এবং পরবর্তীকালে ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে।

আবেদন (Air India Recruitment 2023) মূল্য কি আছে?

এখানে আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন মুল্য কি আছে সেটা জানার জন্য অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।

আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
২) মাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত (Air India Recruitment 2023) যোগ্যতার সার্টিফিকেট,
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট, (যদি থাকে)
৫) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৬) এছাড়া ও আরো অন্যান্য,

আবেদন পাঠানোর ঠিকানা

To,
HRD Department,
Al Airport Services Limited,
GSD Complex, Near Sahar Police Station,
CSMI Airport, Terminal-2, Gate No. 5, Sahar, Andheri-East, Mumbai-400099.

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক (Air India Recruitment 2023) প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত৩০-০৮-২০২৩
আবেদন শুরু৩০-০৮-২০২৩
আবেদন শেষ১৮-০৯-২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটwww.aiasl.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

নতুন চাকরির খবর – HDFC ব্যাঙ্কে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন