WB Social Welfare Recruitment 2023 – রাজ্য সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্য খুশির খবর। রাজ্যের একটি জেলা থেকে সামাজিক কল্যাণ দপ্তরের তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদে আবেদন করা হবে, এটি কোন স্থায়ী চাকরি নয়।
ইচ্ছুক প্রার্থীরা খুব সহজে অফলাইন মাধ্যমে আবেদন করে নিতে পারবে। এছাড়া আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রথম থেকে শেষ অব্দি দেখুন, যাচাই করুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
নিয়োগ সংস্থা | DM Office Murshidabad,District Child Protection Unit |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদন শেষ | ০৯-১০-২০২৩ |
নতুন চাকরির খবর – ৭৫৪৭ শূন্যপদে SSC কনস্টেবল পদে চাকরি, আবেদন করুন অনলাইনে।
পদের নাম – প্যারামেডিকেল স্টাফ (নার্স)
১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক এবং GNM পাশ করে থাকতে হবে। সাথে ০৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
২) মাসিক বেতন – যদি (WB Social Welfare Recruitment 2023) আপনার এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন হবে প্রতি মাসে ১২,০০০/- টাকা হবে।
৩) শূন্যপদ – এই পদে ০৩ জনকে নিয়োগ করা হবে।
৪) বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পাওয়া যাবে।
পদের নাম – কাউন্সেলর
১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদনকারীদের Social work/ Sociology / Psychology নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে অথবা যদি Counselling and Communication নিয়ে ডিপ্লোমা থাকলেও এখানে আবেদন করা যাবে এছাড়া কম্পিউটারের ভালো দক্ষতা থাকতে হবে ও সঙ্গে এই ধরনের কাজের এক বছরে অভিজ্ঞতাও লাগছে।
২) মাসিক বেতন – যদি আপনার এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন হবে প্রতি মাসে ২১,১৭০/- টাকা হবে।
৩) শূন্যপদ – এই পদে ০১ জনকে নিয়োগ করা হবে।
৪) বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে তাহলে এখানে (WB Social Welfare Recruitment 2023) আবেদন করা যাবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পাওয়া যাবে।
পদের নাম – অফিসার ইন চার্জ
১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদনকারীদের LLB ডিগ্রি, অথবা সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / সোশ্যাল সায়েন্সে মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে। সাথে চাইল্ড ওয়েলফেয়ারে নূন্যতম ০৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে।
২) মাসিক বেতন – যদি আপনার এই (WB Social Welfare Recruitment 2023) পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন হবে প্রতি মাসে ৩৩,১০০/- টাকা হবে।
৩) শূন্যপদ – এই পদে ০১ জনকে নিয়োগ করা হবে।
৪) বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য ২৭ থেকে ৪২ বছরের মধ্যে বয়স থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পাওয়া যাবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
murshidabad.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন (WB Social Welfare Recruitment 2023) করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ পদ্ধতি (WB Social Welfare Recruitment 2023)
এখানে নিয়োগ করা হবে তিনটি ধাপের মাধ্যমে সর্বপ্রথম লিখিত পরীক্ষা পরবর্তীকালে সেখানে উত্তীর্ণ হলে কম্পিউটার টেস্ট এবং সর্বশেষ ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।
আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
১) বয়সের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড,
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) এছাড়া আরো অন্যান্য,
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা (WB Social Welfare Recruitment 2023) এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত (WB Social Welfare Recruitment 2023) তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৭-০৯-২০২৩ |
আবেদন শুরু | ২৭-০৯-২০২৩ |
আবেদন শেষ | ০৯-১০-২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | murshidabad.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর – পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ, বেতন প্রতি মাসে ৭,৫০০/-টাকা