ICDS & Helper Practice Set 11 – বছরের শুরু থেকে প্রায় অনেক গুলোই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আর এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিতে শুরু করা হয়ে গেছে অনেকেরই। তবে অধিকাংশই দেখা গেছে দিনে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ঠিক মতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি। তাই তাদের সুবিধার্থে আমরা (ICDS & Helper Practice Set 11) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১১ – (ICDS & Helper Practice Set 11)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
ICDS & Helper Practice Set 11
১} পেঁয়াজ হলো রূপান্তরিত
{A} কান্ড
{B} পাতা
{C} মূল
{D} ফল
Answer – কান্ড
২} ভারতের ফুড কর্পোরেশন কবে স্থাপিত হয়?
{A} 1967
{B} 1968
{C} 1965
{D} 1964
Answer – 1964
৩} নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি প্রত্যক্ষ কর নয়?
{A} বিক্রয় কর
{B} সম্পদ কর
{C} এস্টেট ডিউটি
{D} আয়কর
Answer – বিক্রয় কর
ICDS & Helper Practice Set 11
৪} নিম্নলিখিত কোন রাষ্ট্র ‘বজ্রপাতের দেশ নামে পরিচিত?
{A} তাইওয়ান
{B} জাপান
{C} ভুটান
{D} তিব্বত
Answer – ভুটান
৫} বিখ্যাত জৈন পন্ডিত হেমচন্দ্র কার রাজসভায় ছিলেন?
{A} বিদ্যাধর
{B} কুমারপাল
{C} জয়সিংহ সিদ্ধরাজ
{D} অমোঘবর্ষ
Answer – কুমারপাল
৬} জিরোপথ্যালমিয়া রোগে কোন অঙ্গ আক্রান্ত হয়?
{A} কান
{B} চোখ
{C} ত্বক
{D} জিহ্বা
Answer – চোখ
৭} অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
{A} শচীন্দ্র প্রসাদ বসু
{B} অশ্বিনী কুমার দত্ত
{C} সুবোধ চন্দ্র মল্লিক
{D} সতীশচন্দ্র মুখোপাধ্যায়
Answer – শচীন্দ্র প্রসাদ বসু
ICDS & Helper Practice Set 11
৮} চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় কে বলে
{A} টাইফুন
{B} টর্নেডো
{C} সাইক্লোন
{D} হ্যারিকেন
Answer – টাইফুন
৯} একমাত্র কোন মুসলমান শাসক কাংড়া দুর্গ জয় করেন?
{A} আলাউদ্দিন
{B} আকবর
{C} জাহাঙ্গীর
{D} শেরশাহ
Answer – জাহাঙ্গীর
Food SI সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১০} সিমসা ও ভবানী কার উপনদী?
{A} কৃষ্ণা
{B} গোদাবরী
{C} নর্মদা
{D} কাবেরী
Answer – কাবেরী
নতুন চাকরির খবর – Click Here