WBPSC Food SI Practice Set 32 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৩২ (WBPSC Food SI Practice Set 32)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 32
১) বিশ্ব ব্রেইল দিবস কবে পালিত হয়?
[A] ৩ জুলাই
[B] ৪ জানুয়ারি
[C] ৩০ এপ্রিল
[D] ৫ অক্টোবর
Answer – ৪ জানুয়ারি
২) শিবসুমদ্রম জলপ্রপাতটি কোন নদীতে দেখা যায় ?
[A] নর্মদা
[B] মহানদী
[C] কাবেরি
[D] গোদাবরী
Answer – কাবেরি
৩) “ ভারতের রুঢ়”বলা হয় কোন অঞ্চল কে ?
[A] দুর্গাপুর
[B] কয়েম্বাটুল
[C] ঝাড়খণ্ড
[D] আহমেদাবাদ
Answer – দুর্গাপুর
৪) “ইপিকাক কি প্রকার মূলের ধরন?
[A] মালা কৃতি
[B] বলীয় মূল
[C] গুচ্ছিত মূল
[D] কন্দাল মূল
Answer – গুচ্ছিত মূল
৫) একটি বরফের টুকরোর উপর কোন চাপ পরলে তার গলনাঙ্কের কি পরিবর্তন হয় ?
[A] একই থাকে
[B] কমে
[C] বাড়ে
[D] প্রথমে বাড়ে ও পরে কমে
Answer – কমে
৬) ‘পঞ্চশীল কি ?
[A] মহাবীরের উপদেশাবলী
[B] গৌতমবুদ্ধের উপদেশাবলী
[C] ৫ জন সন্ন্যাসী
[D] কোণটিই নয়
Answer – গৌতমবুদ্ধের উপদেশাবলী
৭) বিজয় নগর রাজ্যের সবচেয়ে প্রতিভাশালী রাজা কে ?
[A] কনিস্ক
[B] চালুক্য
[C] তাঁতিয়া টপি
[D] কৃষ্ণদেব
Answer – কৃষ্ণদেব
৮) কোন রাজ বংশের সময় ব্রাহ্মণদের নিস্কর জমি দেওয়ার প্রচলন হয়?
[A] গুপ্ত
[B] সাতবাহন
[C] চোল
[D] মৌর্য
Answer – সাতবাহন
WBPSC Food SI Practice Set 32
৯) কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?
[A] শ্রীগুপ্ত
[B] কুমার গুপ্ত
[C] দ্বিতীয় চন্দ্রগুপ্ত
[D] সুমদ্র গুপ্ত
Answer – কুমার গুপ্ত
১০) ‘তহকিক-ই-হিন্দ ‘এর রচয়িতা কে ?
[A] বাদাউনি
[B] অলবিরুনি
[C] ভবভূতি
Answer – অলবিরুনি
১১) লোকসভার অদক্ষ কখন তার ভোটাধিকার প্রয়োগ করেন ?
[A] যখন উভয় পক্ষের ভোট সমান হয়
[B] যখন তার দল নির্দেশ করে
[C] যখন সংসদ চায়
[D] যখন খুশি
Answer – যখন উভয় পক্ষের ভোট সমান হয়
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১২) জাতীয় নৌবাহিনী দিবস কবে পালিত হয়?
[A] ৭ ডিসেম্বর
[B] ৪ নভেম্বর
[C] ১ নভেম্বর
[D] ৪ ডিসেম্বর
Answer – ৪ নভেম্বর
১৩) সিপাহী বিদ্রোহ এর প্রথম শহীদ কে ছিলেন ?
[A] মঙ্গল পাণ্ডে
[B] দ্বিতীয় বাহাদুর শাহ
[C] নানা সাহেব
[D] কেউ নয়
Answer – মঙ্গল পাণ্ডে
১৪) রাজ্য পাল হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স দরকার ?
[A] ৩০
[B] ২৫
[C] ৩৫
[D] ৪০
Answer – ৩৫
WBPSC Food SI Practice Set 32
১৫) ইংরেজি ভাষায় প্রকাশিত ভারতের প্রথম সংবাদ পত্র কোণটি ?
[A] অমৃত বাজার
[B] সমাচার দর্পণ
[C] বেঙ্গল গেজেট
[D] ইন্দিয়ান মিরর
Answer – বেঙ্গল গেজেট
নতুন চাকরির খবর – Click Here