District Court Recruitment 2023 – জেলা আদালতে বিভিন্ন কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।

District Court Recruitment 2023 – রাজ্যের একটি জেলা আদালতে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন। তাছাড়া সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।

নিয়োগ সংস্থাOffice Of The District Judge , Alipurduar
পদের নামVarious
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমঅফলাইনে 
আবেদনের শেষ তারিখ ১৮-১২-২০২৩ বিকাল ৪:০০ টা পর্যন্ত

নতুন চাকরির খবর – রাজ্যে ক্লার্ক, MTS সহ অন্যান্য পদে নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

পদের নাম – Peon (District Court Recruitment 2023)

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদন কারীদের অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং অষ্টম শ্রেণী পাশ করে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। এই বিষয়ে আরো বেশি তথ্য জানার জন্য সংস্থার বিজ্ঞপ্তি ফলো করুন।

২) শূন্যপদ – এই পদে ০১ জনকে নিয়োগ করা হবে।

পদের নাম – Bench Clerk (Peshkar)

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদন কারীদের অবসরপ্রাপ্ত (District Court Recruitment 2023)সরকারি কর্মী এবং মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়াও, প্রার্থীদের কম্পিউটার বিষয়ে জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। এই বিষয়ে আরো বেশি তথ্য জানার জন্য সংস্থার বিজ্ঞপ্তি ফলো করুন।

২) শূন্যপদ – এই পদে ০২ জনকে নিয়োগ করা হবে।

পদের নাম – English Stenographer

১) শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে আবেদন কারীদের এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়াও, প্রার্থীদের কম্পিউটার এবং টাইপিং (District Court Recruitment 2023) দুই বিষয়ে জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। এই বিষয়ে আরো বেশি তথ্য জানার জন্য সংস্থার বিজ্ঞপ্তি ফলো করুন।

২) শূন্যপদ – এই পদে ০১ জনকে নিয়োগ করা হবে।

আবেদন করার জন্য বয়সীমা কি লাগছে?

উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে থাকলে তাহলে এখানে আবেদন করা যাবে।

মাসিক (District Court Recruitment 2023) বেতন ?

যে সমস্ত প্রার্থীর এখানে আবেদন করবেন অর্থাৎ যারা অবসরপ্রাপ্ত তাদের শেষ প্রাপ্ত বেতন থেকে পেনশন বাদ দিয়ে এখানে বেতন দেওয়া হবে প্রার্থীদের। এ বিষয়ে আরো বিস্তারিত ডিটেলস জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে আবেদন করতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

districts.ecourts.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ পদ্ধতি  (District Court Recruitment 2023)

উল্লেখিত পদে প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে। 

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৭.১০.২০২৩
আবেদন শুরু১৭.১০.২০২৩
আবেদন শেষ১৮-১২-২০২৩ বিকাল ৪:০০ টা পর্যন্ত

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটdistricts.ecourts.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
More DetailsClick Here

নতুন চাকরির খবর – কলকাতায় জাহাজ তৈরির সংস্থা নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন