ICDS & Helper Practice Set 12 – অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১২, প্রস্তুতি নিতে শুরু করুন।

ICDS & Helper Practice Set 12 – বছরের শুরু থেকে প্রায় অনেক গুলোই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আর এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিতে শুরু করা হয়ে গেছে অনেকেরই। তবে অধিকাংশই দেখা গেছে দিনে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ঠিক মতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি। তাই তাদের সুবিধার্থে আমরা (ICDS & Helper Practice Set 12) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ২ – (ICDS & Helper Practice Set 12)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

ICDS & Helper Practice Set 12

১) ভারতীয় সংবিধান হল __

[A] পরিবর্তনীয়

[B] চূড়ান্ত দুস্পরিবর্তনীয়

[C] আংশিক দুস্পরিবর্তনীয়, আংশিক পরিবর্তনীয়

[D] দুস্পরিবর্তনীয়

Answer – আংশিক দুস্পরিবর্তনীয়

২) ভিটামিন-C এর বৈজ্ঞানিক নাম কি?

[A] অ্যাসিটিক অ্যাসিড

[B] অ্যাসকরবিক অ্যাসিড

[C] মিউরেটিক অ্যাসিড

[D] ল্যাকটিক অ্যাসিড

Answer – অ্যাসকরবিক অ্যাসিড

৩) ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ ভারতের কোথায় প্রথম ঘাটি স্থাপন করেন ?

[A] হায়দ্রাবাদ

[B] তেলেঙ্গানা

[C] মাদ্রাজ

[D] মসুলিপত্তনম

Answer – মসুলিপত্তনম

৪) কনৌজে 1540 খ্রিস্টাব্দের শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন ?

[A] হুমায়ুন

[B] বাবর

[C] জাহাঙ্গীর

[D] আকবর

Answer – হুমায়ুন

ICDS & Helper Practice Set 12

৫) ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি

[A] সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র

[B] যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র

[C] সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র

[D] সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র

Answer – সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র

৬) ইকতা প্রথার প্রবর্তন কে করেন?

[A] ইলতুৎমিস

[B] কুতুবউদ্দিন আইবক

[C] মোহাম্মদ ঘোরী

[D] গিয়াসউদ্দিন বলবন

Answer – ইলতুৎমিস

৭) নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি প্রাকৃতিক হরমোন?

[A] IAA

[B] NAA 

[C] 2,4-D

[D] IBA

Answer – IAA

Food SI সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৮) নিম্নলিখিত কোনটি পূর্বাঘাতক পশ্চিমঘাটের মিলন স্থল?

[A] আনাইমালাই পাহাড়

[B] জাভাদি পাহাড়

[C] সেভরয় পাহাড়

[D] নীলগিরি পাহাড়

Answer – নীলগিরি পাহাড়

৯) তরাইনের যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘোরী ও –মধ্যে  ?

[A] রানাপ্রতাপ

[B] রানা সঙ্গ 

[C] পৃথ্বীরাজ চৌহান

[D] রানা হাম্মিরদেব

Answer-পৃথ্বীরাজ চৌহান

ICDS & Helper Practice Set 12

১০) সুলতানি যুগের আকবর বলা হয়?

[A] গিয়াসউদ্দিন বলবন

[B] ফিরোজ শাহ তুঘলক

[C] আলাউদ্দিন খিলজি

[D] ইলতুৎমিস

Answer – ফিরোজ শাহ তুঘলক

নতুন চাকরির খবর – Click Here