WBPSC Food SI Practice Set 47 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৪৭ (WBPSC Food SI Practice Set 47)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 47
(১) দস্তক ছিল __
[A] বিনাশুলকে বাণিজ্যের ছাড়পত্র
[B] ক্লাইভদের দ্বারা একটা বই
[C] মোগল সম্রাটের দ্বারা দান
[D] একটি মুক্ত ছাড়পত্র
Answer – বিনাশুলকে বাণিজ্যের ছাড়পত্র
(২) ভারতীয় সংবিধান একটি সরকার গঠন করে যা
[A] ঐকিক
[B] যুক্তরাষ্ট্রীয়
[C] অর্ধ যুক্তরাষ্ট্রীয়
[D] এদের কোনোটিই নয়
Answer – অর্ধ যুক্তরাষ্ট্রীয়
(৩) শাক সবজি থেকে প্রধানত পাওয়া যায়__
[A] ভিটামিন-C
[B] মিনারেল
[C] ভিটামিন-A
[D] কার্বোহাইড্রেট
Answer – মিনারেল
(৪) অহল্যাবাই __ বংশের ছিলেন?
[A] সিন্ধিয়া
[B] হোলকার
[C] ভোঁসলে
[D] গায়কোয়াড়
Answer – হোলকার
(৫) পলাশীর যুদ্ধের সময় কোন সেনা প্রধানকে হত্যা করা হয়েছিল?
[A] মিরন
[B] মোহনলাল
[C] মীরমদন
[D] মির্জা হায়দার
Answer – মীরমদন
WBPSC Food SI Practice Set 47
(৬) হ্রদের জলের উপরিতল যখন বরফে পরিণত হতে শুরু হয় তখন নিচের জলে তাপমাত্রা হয় ?
[A] 4 ডিগ্রি সেলসিয়াস এর কম
[B] 0° সেলসিয়াস
[C] 4 ডিগ্রি সেলসিয়াস
[D] ৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি
Answer – 4 ডিগ্রি সেলসিয়াস
(৭) ম্যালেরিয়ার প্রধান কারণ?
[A] অ্যানোফিলিস মশা
[B] প্লাসমোডিয়াম
[C] কিউলেক্স মশা
[D] দূষিত বায়ু
Answer – প্লাসমোডিয়াম
(৮) ভারতের হিন্দু পাদ-পাদশাহী __ কার্যকর করতে চেয়েছিলেন ?
[A] ভাস্কর পন্ডিত কাভারাত্রি
[B] শিবাজী
[C] বালাজি বিশ্বনাথ
[D] প্রথম বাজিরাও
Answer -প্রথম বাজিরাও
(৯) নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতের দুটি রাজ্যের রাজধানী ?
[A] চন্ডিগড়
[B] ইটানগর
[C] কাভারাত্রি
[D] তিরুবনান্তপুরম
Answer -চন্ডিগড়
(১০) ভারতের সর্বদক্ষিণতম বিন্দু কোনটি?
[A] কন্যাকুমারী
[B] মিনিকয়
[C] ইন্দিরা পয়েন্ট
[D] উপরের কোনোটিই নয়
Answer – ইন্দিরা পয়েন্ট
WBPSC Food SI Practice Set 47
(১১) ১০ ডিগ্রি চ্যানেল পৃথক করে__কে?
[A] আন্দামান ও নিকোবর
[B] নিকোবর ও সুমাত্র
[C] জাভা ও সুমাত্রা
[D] চিনো তাইওয়ান
Answer – আন্দামান ও নিকোবর
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
(১২) কত সালে গঙ্গাজল বন্ধন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় ফারাক্কা চুক্তি স্বাক্ষরিত হয়?
[A] 1996 সালে
[B] 1995 সালে
[C] 1997 সালে
[D] 1998 সালে
Answer – 1996 সালে
(১৩) পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন__
[A] মোহাম্মদ শেখ আব্দুল্লাহ
[B] লর্ড মাউন্টব্যাটেন
[C] মোহাম্মদ আলী জিন্না
[D] সৈয়দ আমির আলী
Answer – মোহাম্মদ আলী জিন্না
(১৪) ভারতের শাসন ব্যবস্থা কার্যত ?
[A] আধা যুক্তরাষ্ট্রীয়
[B] যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যসহ এককেন্দ্রিক
[C] এককেন্দ্রিক
[D] যুক্তরাষ্ট্রীয়
Answer – যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যসহ এককেন্দ্রিক
(১৫) পানিপথের যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন?
[A] মামুদলোদী
[B] রানাসঙ্গ
[D] ইব্রাহিম লোদী
[C] মেদিনী রায়
Answer -ইব্রাহিম লোদী
নতুন চাকরির খবর – Click Here