WBPSC Food SI Practice Set 52 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৫২ (WBPSC Food SI Practice Set 52)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 52
১) আমির খসরু কার সভাকবি ছিলেন?
[A] আলাউদ্দিন খলজি
[B] আকবর
[C] বলবন
[D] গিয়াসউদ্দিন তুঘলক
Answer – আলাউদ্দিন খলজি
২) পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে?
[A] ল্যাকিটিক এসিড
[B] টারটারিক অ্যাসিড
[C] ফর্মিক অ্যাসিড
[D] সাইট্রিক অ্যাসিড
Answer – ফর্মিক অ্যাসিড
৩) সুন্দরবনকে ‘ ওয়ার্ল্ড হেরিটেজ সাইড আখ্যা দেওয়ার কারণ হলো __?
[A] বাঘ
[B] জলোচ্ছ্বাস
[C] ম্যানগ্রোভ জঙ্গল ও জীব বৈচিত্র
[D] চিংড়ি চাষ
Answer – ম্যানগ্রোভ জঙ্গল ও জীব বৈচিত্র
WBPSC Food SI Practice Set 52
৪) ভারতের সংবিধান কবে গ্রহণ করা হয়?
[A] ২৬ শে নভেম্বর ১৯৪৯
[B] ২৬ শে জানুয়ারি ১৯৫০
[C] ৩১ শে জানুয়ারি ১৯৪৯
[D] ২৬ শে জানুয়ারি ১৯৪৯
Answer – ২৬ শে নভেম্বর ১৯৪৯
৫) লাক্ষাদ্বীপ কি দ্বারা গঠিত?
(i) মৃত আগ্নেয়গিরি
[B] নিমজ্জিত পর্বত
[C] লবণাক্ত জলাভূমি
[D] প্রবাল
Answer – প্রবাল
৬) নিম্নলিখিত কোনটি দৈর্ঘ্যের একক নয়?
(i) আলোকবর্ষ
[B] AU
[C] রেডিয়ান
[D] মাইক্রন
Answer – রেডিয়ান
৭) রান্নার গ্যাস সিলিন্ডারে গ্যাস কোন অবস্থায় থাকে?
[A] তরল অবস্থায়
[B] কঠিন অবস্থায়
[C] গ্যাসিও অবস্থায়
[D] কোনটি নয়
Answer – তরল অবস্থায়
৮) ছোটনাগপুর মালভূমি এই শিলায় গঠিত?
[A] পাললিক শিলা
[B] লাভা প্রবাহ
[C] প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা
[D] পলিমাটি
Answer – প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা
৯) এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়?
[A] পিকোমিটার
[B] ব্যারোমিটার
[C] হাইগ্রোমিটার
[D] থার্মোমিটার
Answer – পিকোমিটার
১০) আরাবল্লী একটা পুরানো _
[A] হোর্স্ট
[B] স্তুপ পর্বত
[C] ভঙ্গিল পর্বত
[D] আগ্নেয়গিরি
Answer – ভঙ্গিল পর্বত
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) পূর্ব কলকাতা জলাভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করা হয়েছে _
[A] জীব বৈচিত্রের অঞ্চল
[B] বিশ্বে ঐতিহ্যবাহী স্থান
[C] রামসার স্থান
[D] উপরে উল্লেখিত কোনোটিই নয়
Answer – রামসার স্থান
১২) একটি স্কেলার রাশির উদাহরণ_
[A] শক্তি
[B] বেগ
[C] বল
[D] ভরবেগ
Answer – শক্তি
১৩) দোকানি মুদ্রা কে চালু করেছিলেন?
[A] ইলতুৎমিস
[B] মোহাম্মদ বিন তুঘলক
[C] রাজিয়া
[D] গিয়াস উদ্দিন বলবন
Answer – মোহাম্মদ বিন তুঘলক
WBPSC Food SI Practice Set 52
১৪) বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত?
[A] হিন্দি
[B] সংস্কৃত
[C] বাংলা
[D] পালি
Answer – পালি
১৫) রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল_
[A] ১৯০২
[B] ১৮৯৬
[C] ১৯০৫
[D] ১৮৮৫
Answer – ১৮৯৬
নতুন চাকরির খবর – Click Here