ICDS & Helper Practice Set 15 – বছরের শুরু থেকে প্রায় অনেক গুলোই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আর এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিতে শুরু করা হয়ে গেছে অনেকেরই। তবে অধিকাংশই দেখা গেছে দিনে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ঠিক মতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি। তাই তাদের সুবিধার্থে আমরা (ICDS & Helper Practice Set 15) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১৫ – (ICDS & Helper Practice Set 15)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
ICDS & Helper Practice Set 15
১) প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধান কে কি বলা হত ?
[A] গ্রামমুখ্য
[B] গ্রামনি
[C] বালি
[D] পাঞ্চাল
Answer – গ্রামনি
২) বুদ্ধচরিত এর রচিতা কে ?
[A] অশ্বঘোষ
[B] বুদ্ধ ঘোষ
[C] লোপামুদ্রা
[D] বসুমিত্র
Answer – অশ্বঘোষ
৩) উপনিষদের মূল বিষয়বস্তু কি ?
[A] যোগ
[B] দর্শন
[C] ধর্ম
[D] আইন নীতি
Answer – দর্শন
৪) কোন মহাপুরুষের জন্ম ও মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলেই জানা গেছে ?
[A] মহাবীর
[B] বুদ্ধদেব
[C] চৈতন্য
[D] শঙ্করাচার্য
Answer – বুদ্ধদেব
৫) ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল?
[A] থাইল্যান্ড
[B] কম্বোডিয়া
[C] চীন
[D] শ্রীলংকা
Answer – শ্রীলংকা
ICDS & Helper Practice Set 15
৬) শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুইটি শাখার কোন ধর্মে বিভক্ত ?
[A] জৈন ধর্ম
[B] বৌদ্ধ ধর্ম
[C] বৈয়ব ধর্ম
[D] শৈব ধর্ম
Answer – জৈন ধর্ম
Food SI সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
৭) উত্তর পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল ?
[A] পাঞ্জাব
[B] সদরু নদী
[C] হিন্দুকুশ
[D] বিতস্তা
Answer – হিন্দুকুশ
৮) নন্দ বংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিল ?
[A] কনৌজ
[B] তক্ষশীলা
[C] উজ্জয়িনী
[D] মগধ
Answer – মগধ
৯) হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কার লেখা ?
[A] হিউয়েন সাও
[B] ফা হিয়েন
[C] অশ্ব ঘোষ
[D] বানভট্ট
Answer – বানভট্ট
ICDS & Helper Practice Set 15
১০) সম্রাট অশোকের শিলালিপিতে তাকে অন্য কি নামেও উল্লেখিত করা হয়েছে ?
[A] ধর্ম কীর্তি
[B] চক্রবর্তী
[C] প্রিয়দর্শী
[D] শৌযাদিত্য
Answer – প্রিয়দর্শী
নতুন চাকরির খবর – Click Here