PSC Clerkship Practice Set 06 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ০৬ (PSC Clerkship Practice Set 06)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
PSC Clerkship Practice Set 06
১) স্বরাজ স্বধর্ম এবং গোরক্ষা -এই তিনটের সাথে কোন ঐতিহাসিক ব্যক্তির নাম জড়িত?
[A] মহাত্মা গান্ধী
[B] বালগঙ্গাধর তিলক
[C] হর্ষবর্ধন
[D] শিবাজী
Answer – বালগঙ্গাধর তিলক
২) মারাঠাদের রাজত্বকালে নিচের আদায় করা হত?
[A] চৌথ
[B] পাট্টা
[C] কাবুলিয়ৎ
[D] জিজিয়া
Answer – চৌথ
৩) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে বোম্বাই শহর অধিগ্রহণ করে?
[A] ওলন্দাজ
[B] পর্তুগিজ৩২২
[C] চার্লস দ্বিতীয়
[D] প্রথম চার্লস
Answer – চার্লস দ্বিতীয়
PSC Clerkship Practice Set 06
৪) ১৭৯০খ্রিস্টাব্দে তৃতীয় মহীশূর যুদ্ধে টিপু সুলতান কার কাছে পরাজিত হন?
[A] স্যার জন শোর
[B] ওয়ারেন হেস্টিংস
[C] ওয়েলেসলি
[D] কর্ণ ওয়ালিস
Answer – কর্ণ ওয়ালিস
৫) ভারতীয় ইতিহাসে কাকে আখ্যা দেওয়া হয়েছিল পর্বত মুসিক পার্বত্য মুষিক?
[A] শিবাজী
[B] রানা প্রতাপ
[C] রনজিৎ সিং
[D] পৃথ্বীরাজ চৌহান
Answer – শিবাজী
FOOD SI সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
৬) কোন সম্রাটের রাজত্বকালে শিবাজী বিশাল হিন্দুরাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেছিল?
[A] মোহাম্মদ বিন তুঘলক
[B] শেরশাহ
[C] শাহজাহান
[D] ঔরঙ্গজেব
Answer – ঔরঙ্গজেব
৭) পলাশীর যুদ্ধের পরেই বাংলার নবাব কে হয়েছিলেন?
[A] বল্লাল সেন
[B] মীরকাসিম
[C] আলি বাদি খাঁ
[D] মীরজাফর
Answer – মীরজাফর
৮) ১৭৫৭ পলাশীর যুদ্ধে সিরাজ উদ দৌলা কার কাছে পরাজিত হল?
[A]ওয়ারেন হেস্টিংস
[B] রবার্ট ক্লাইভ
[C] মীরজাফর
[D] ডুপ্লে
Answer – রবার্ট ক্লাইভ
PSC Clerkship Practice Set 06
৯) ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করার জন্য কোন ভারতীয় রাজা নেপোলিয়নের সাহায্য প্রার্থনা করেছিলেন?
[A] ঝাঁসির রানী
[B] হায়দার আলী
[C] শিবাজী
[D] টিপু সুলতান
Answer – টিপু সুলতান
PSC Clerkship Practice All Set 2023 – দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১০) মীরজাফরের পরবর্তী বাংলার নবাব কে ছিলেন?
[A] মীরকাসিম
[B] আলীবদি খাঁ
[C]মীর মদন
[D] মুর্শিদকুলি খাঁ
Answer – মীরকাসিম
নতুন চাকরির খবর – Click Here