WBPSC Food SI Practice Set 81 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি। তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৮১ (WBPSC Food SI Practice Set 81)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 81
১) জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় কবে?
[A] ২রা জুলাই
[B] ১লা জুলাই
[C] ৪ঠা জুলাই
[D] ৩রা জুলাই
Answer – ১লা জুলাই
২) Central Bureau of Investigation (CBI) এর স্পেশাল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
[A] অজয় ভাটনগর
[B] সুবোধ সিং
[C] শশীভূষণ কলা
[D] সুধাংশু পান্ডে
Answer – অজয় ভাটনগর
৩) Global Indian icon of the Year award জিতলেন কে?
[A] সমীক্ষা সুদ
[B] সুধা মূর্তি
[C] ঋষি সুনক
[D] মেরি কম
Answer – মেরি কম
৪) ‘one-tap-one-tree’ ক্যাম্পেইন লঞ্চ করল কোন রাজ্য সরকার?
[A] বিহার
[B] মধ্য প্রদেশ
[C] উত্তর প্রদেশ
[D] ছত্রিশগড়
Answer – উত্তর প্রদেশ
WBPSC Food SI Practice Set 81
৫) Dubai women’s kabaddi final জিতল কোন টিম?
[A] মুম্বাই
[B] কলকাতা
[C] নিউ দিল্লি
[D] কেরালা
Answer – কলকাতা
৬) ‘Tarang Shakti’ নামে মেঘা বায়ু সেনা ড্রি্ল হোস্ট করার পরিকল্পনা করল কোন দেশ?
[A] ইন্দোনেশিয়া
[B] থাইল্যান্ড
[C] ভারত
[D] বাংলাদেশ
Answer – ভারত
৭) কোন রাজ্যের ইটবাড়ি রেলওয়ে স্টেশনের নাম সুভাষচন্দ্র বসুর নামে রাখা হবে?
[A] গুজরাট
[B] মহারাষ্ট্র
[C] পশ্চিমবঙ্গ
[D] ঝাড়খন্ড
Answer – মহারাষ্ট্র
৮) প্রথম দেশ হিসাবে পাতলা প্লাস্টিক ব্যাগ ব্যান করবে কে?
[A] নিউজিল্যান্ড
[B] জার্মানি
[C] জাপান
[D] সিঙ্গাপুর
Answer – নিউজিল্যান্ড
৯) ভারতের প্রথম Police Drone Unit লঞ্চ করা হলো কোথায়?
[A] গুয়াহাটি
[B] গাজিয়াবাদ
[C] চেন্নাই
[D] মুম্বাই
Answer – চেন্নাই
WBPSC Food SI Practice Set 81
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১০) লেটেস্ট FIFA Men‘s National Football Team Rankings এ শীর্ষস্থানে রয়েছে কোন দেশ?
[A] বেলজিয়াম
[B] ভারত
[C] নরওয়ে
[D] আর্জেন্টিনা
Answer – আর্জেন্টিনা
১১) World UFO Day পালন করা হয় কবে?
[A] ৩রা জুলাই
[B] ২রা জুলাই
[C] ৫ই জুলাই
[D] ৪ঠা জুলাই
Answer – ২রা জুলাই
১২) কোন গাড়ি কোম্পানির নতুনCEO পদে নিযুক্ত হলেন Gernot Dollner?
[A] Rolls-Royce
[B] Ferrari
[C] Audi
[D] Toyota
Answer – Audi
১৩) ভারতীয় ক্রিকেট টিমের প্রধান জার্সি স্পনসর হল কোন কোম্পানি?
[A] Dream 11
[B] Byju’s
[C] A23
[D] Unacademy
Answer – Dream 11
১৪) Lausanne Diamond League 2023 জিতলেন কে?
[A] নিরাজ চোপড়া
[B] স্বস্তিক রাজ
[C] রবি কুমার
[D] সাইনা নেহয়াল
Answer – নিরাজ চোপড়া (তিনি ভারতীয় জ্যাকলিন থ্রোয়ার)
১৫) ভারতের বৃহত্তম প্রাকৃতিক আর্চ কোথায় আবিষ্কৃত হলো?
[A] আসাম
[B] ওড়িষা
[C] গুজরাট
[D] অন্ধপ্রদেশ
Answer – ওড়িষা
নতুন চাকরির খবর – Click Here