Central Bank Of India Vacancy 23-2024 – রাজ্যর সমস্ত চাকরি প্রার্থীদের জন্য দারুন সুযোগ। Central Bank Of India তরফ থেকে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ভারতবর্ষের নাগরিক হলে আবেদন করা যাবে সে ক্ষেত্রের পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরিপ্রার্থী আবেদন যোগ্য। মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে আবেদন করা যাবে।
এ ছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | Human Capital Management, Central Office-Central Bank Of India |
পদের নাম | Safai karmachari Cum Sub Staff |
মোট শূন্যপদ | ৪৮৪ টি |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদনের শেষ তারিখ | ০৯-০১-২০২৪ |
নতুন চাকরির খবর –শ্রম দপ্তরে নতুন কর্মী নিয়োগ, ইন্টারভিউ দিয়ে চাকরি
পদের নাম ও শূন্যপদ (Central Bank Of India Vacancy 23-2024)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল -SAFAI KARMACHARI CUM SUB-STAFF।
২) এখানে মোট ৪৮৪ জনকে কে নিয়োগ করা হবে। (SC- ৬২ টি, ST- ৪২ টি, OBC- ১১৪ টি, EWS- ৪৮ টি, GEN- ২১৮ টি।)
বয়স সীমা ও বেতন
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা (Central Bank Of India Vacancy 23-2024) এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা ১৮ থেকে সর্বোচ্চ ২৬ বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে। তাছাড়া সরকারের নিয়ম অনুযায় বয়সে ছাড় পাওয়া যাবে।
২) এখানে যদি আপনার আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে বেতন ১৬,৫০০/- টাকা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Central Bank Of India Vacancy 23-2024)
উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
www.centralbankofindia.co.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া (Central Bank Of India Vacancy 23-2024)
এখানেও প্রার্থীদের নিয়োগ করা হবে দুটি ধাপের মাধ্যমে সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং পরবর্তীকালে স্থানীয় ভাষার টেস্ট এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।
আবেদন মূল্য কি লাগছে?
যে সকল ইচ্ছুক এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আপনাদের আবেদনমূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন মূল্য কি আছে? কোথায় কি আবেদন মূল্য দিতে হবে এবং কারা আবেদন মূল্য দেবে ? সে সমস্ত বিষয় বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।
কি ভাবে আবেদন করতে হবে?
১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদন শুরু | ১৫-১২-২০২৩ |
আবেদন শেষ | ০৯-০১-২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | www.centralbankofindia.co.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
Apply Online | Click Here |