PSC Clerkship Practice Set 17 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সে রকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে
PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১৭ (PSC Clerkship Practice Set 17)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
PSC Clerkship Practice Set 17
১) কোন গাড়ি কোম্পানির নতুন পদে নিযুক্ত হলেন ?
[A] Mahindra
[B] Ferrari
[C] Suzuki
[D] Jaguar land rover
Answer – Jaguar land rover
২) ‘As the wheel trans’ শিরোনামে বই লিখেছেন কে ?
[A] রঞ্জিত প্রতাপ
[B] সৌম্যদীপ মেটে
[C] বিল্লাল হোসেন
[D] শশী কুমার
Answer – রঞ্জিত প্রতাপ
৩) UK PM’s points of light award জিতল কোন ভারতীয় বংশোদ্ভুত মেয়ে?
[A] হার্নিধ প্যাটেল
[B] মোক্ষা রায়
[C] কাজল বর্মা
[D] প্রীতি শর্মা
Answer – মোক্ষা রায়
৪) কোথায় জিএসটি ভবন এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন?
[A] নিউ দিল্লী
[B] কলকাতা
[C] আগরতলা
[D] মুম্বাই
Answer – আগরতলা,ত্রিপুরা
PSC Clerkship Practice Set 17
৫) ডিসেম্বর মাস পর্যন্ত গরিব পরিবার গুলিকে বিনামূল্যে চিনি, প্রদান করবে কোন সরকার?
[A] দিল্লি
[B] মহারাষ্ট্র
[C] মধ্যপ্রদেশ
[D] ঝাড়খন্ড
Answer – দিল্লি
৬) ১ লিটারের কম জলের বোতল ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাং করা সিদ্ধান্ত নিল কোন রাজ্য?
[A] পশ্চিমবঙ্গ
[B] আসাম
[C] ওড়িশা
[D] ত্রিপুরা
Answer – আসাম
৭) কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন নামগ্যা খম্পা?
[A] সুইডেন
[B] রোমানিয়া
[C] সোমালিয়া
[D] কেনিয়া
Answer – সোমালিয়া
PSC Clerkship Practice All Set 2023 – দেখার জন্য ছবিতে ক্লিক করুন
৮) ভারতে আয়কর দিবস পালন করা হয় ?
[A] ২৫ শে জুলাই
[B] ২৪ শে জুলাই
[C] ২৭ শে জুলাই
[D] ২৬ শে জুলাই
Answer – ২৪ শে জুলাই
৯) ভারতের প্রথম contraction innovation Hub তৈরি করা হলো কোথায়?
[A] কোচি
[B] হায়দ্রাবাদ
[C] চেন্নাই
[D] মুম্বাই
Answer – কোচি, কেরালা
PSC Clerkship Practice Set 17
১০) কোন দেশের ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে যুক্ত হলেন সন্দীপ চক্রবর্তী?
[A] থাইল্যান্ড
[B] ইন্দোনেশিয়া
[C] মালয়েশিয়া
[D] জাপান
Answer – ইন্দোনেশিয়া
নতুন চাকরির খবর – Click Here