WBPSC Food SI Practice Set 117 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১১৭ (WBPSC Food SI Practice Set 117)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 117
১) চোল স্থাপতে নিদর্শন নিচের কোন স্থানে পাওয়া যায়?
[A] অজন্তা
[B] তাঞ্জোর
[C] মহাবলীপুরম
[D] কাঞ্জিপুরাম
Answer – তাঞ্জোর
২) তাঞ্জআভু্রে বিখ্যাত শিব মন্দির কারা নির্মাণ করেছিলেন?
[A] রাষ্ট্রকূট
[B] রাজারাজা চোল
[C] পল্লব
[D] চান্দলা
Answer – রাজারাজা চোল
৩) চিতোরে কীর্তি স্তুম্ভ বা বিজয় স্তুম্ভ কে নির্মাণ করেন?
[A] রানা কুম্ভ
[B] রানা প্রতাপ
[C] মানসিংহ
[D] রানা সঙ্গ
Answer – রানা কুম্ভ
৪) দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন?
[A] জাহাঙ্গীর
[B] আকবর
[C] শেরশাহ
[D] শাহজাহান
Answer – শাহজাহান
৫) মোগল সম্রাটদের মধ্যে কার মনোভাব সর্বাপেক্ষা ধর্মনিরপেক্ষ ছিল?
[A] আকবর
[B] জাহাঙ্গীর
[C] ঔরঙ্গজেব
[D] হুমায়ুন
Answer – হুমায়ুন
৬) কোন মোগল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন?
[A] শাহজাহান
[B] আকবর
[C] ঔরঙ্গজেব
[D] জাহাঙ্গীর
Answer -শাহজাহান
৭) অমৃতসরে স্বর্ণমন্দির নির্মাণের জন্য কোন মোগল সম্রাট জমি বন্টন করেছিলেন?
[A] আকবর
[B] হুমায়ুন
[C] জাহাঙ্গীর
Answer – আকবর
৮) কোন সম্রাটের জন্য ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিল?
[A] আকবর
[B] শেরশাহ
[C] শাহজাহান
[D] জাহাঙ্গীর
Answer – শাহজাহান
WBPSC Food SI Practice Set 117
৯) মোগল যুগে গ্রামগুলির আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার ছিল?
[A] কানুনগো
[B] পাটোয়ারি
[C] করকুন
[D] মুকাদ্দম
Answer – মুকাদ্দম
১০) নিচের কোন রাজপুত বংশ সম্রাট আকবরের বশ্যতা শিকার করেনি?
[A] শিশোদয়
[B] পাড়মার
[C] রাঠোর
[D] প্রতিহার
Answer – প্রতিহার
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) নিচের কোন সম্রাটকে জিন্দা পীর আখ্যা দেওয়া হয়েছে?
[A] হুমায়ুন
[B] ঔরঙ্গজেব
[C] আলাউদ্দিন খলজী
[D] শেরশাহ
Answer – ঔরঙ্গজেব
১২) নিচের বন্দরগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম বন্দর মোগল যুগে কোনটি ছিল?
[A] হুগলি
[B] সুরাট
[C] বালাসর
[D] চট্টগ্রাম
Answer – সুরাট
১৩) কোন রাজত্বকালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল?
[A] আকবর
[B] জাহাঙ্গীর
[C] শাহজাহান
[D] ঔরঙ্গজেব
Answer – আকবর
WBPSC Food SI Practice Set 117
১৪) মহারাজ রঞ্জিত সিংহের রাজ্যের রাজধানী কোথায় ছিল?
[A] লুদিয়ানা
[B] পাতিয়ালা
[C] অমৃতসর
[D] লাহর
Answer – লাহর
১৫) মোগল যুগে সৈন্য নিয়োগের দায়িত্ব কার ছিল?
[A] দিওয়ান
[B] বখশি
[C] কোতোয়াল
[D] ওয়াজির
Answer – বখশি
সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here