WB New Gram Panchayat Job 2024 – রাজ্য চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। আবারো নতুন করে রাজ্যের পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যেখান থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই ব্লকের স্থায়ী বাসিন্দারা একমাত্র এখানে আবেদন করতে পারবে। বয়স সীমা কি থাকছে? আবেদন পদ্ধতি কি হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ সংস্থা | DMMU Jalpaiguri |
পদের নাম | CRP-EP (Community Resource Person Enterprise Promotion) |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | অফলাইনে |
শেষ তারিখ | ১৫-০২-২০২৪ |
নতুন চাকরির খবর –মাধ্যমিক পাশে বন দপ্তরের চাকরি, ৫৯৩৪ শূন্যপদে আবেদন করুন
পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – CRP-EP (Community Resource Person Enterprise Promotion)।
২) এখানে মোট ১০ জনকে নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন (WB New Gram Panchayat Job 2024)
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছার পাওয়া যাবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী বয়সীমা (WB New Gram Panchayat Job 2024) সম্বন্ধে সেরকম কিছু উল্লেখ নেই তবুও আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে দেখে বুঝে তবে নিজের দায়িত্ব আবেদন করবেন।
শিক্ষাগত যোগ্যতা
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের গ্রেজুয়েশন পাস থাকতে হবে তার সাথে অবশ্যই প্রার্থীদের কম্পিউটার ও স্মার্টফোন চালানোর বিশেষ দক্ষতা ও ম্যাথ এবং বিজনেসের উপরও বিশেষ দক্ষতা থাকলে তবে এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে দেখে বুঝে তবে নিজের দায়িত্ব আবেদন করবেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
jalpaiguri.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ পদ্ধতি (WB New Gram Panchayat Job 2024)
এখানে নিয়োগ করা হবে দুটি ধাপের মাধ্যমে সর্বপ্রথম টেকনিক্যাল স্কিল টেস্ট এবং দ্বিতীয় ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৪.০১.২০২৪ |
আবেদন শেষ | ১৫-০২-২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | jalpaiguri.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর – মাধ্যমিক পাশে ভারতীয় রেলে চাকরি, মোট শূন্যপদ ২৮৬০