WBPSC Food SI Practice Set 142 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৪২ (WBPSC Food SI Practice Set 142)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 142
১) বিশ্বজুড়ে যোগাযোগের জন্য ন্যূনতম সংখ্যক কৃত্রিম উপগ্রহের প্রয়োজন-
[A] দুটি
[B] একটি
[C] চারটি
[D] তিনটি
Answer – তিনটি
২) সালোকসংশ্লেষে আলোক দশা সম্পন্ন হয়-
[A] ক্লোরোপ্লাস্টের গ্রানায়
[B] সাইটোসল – এ
[C] রাইবোজোম – এ
[D] ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়
Answer – ক্লোরোপ্লাস্টের গ্রানায়
৩) হ্যাভারশিয়ান তন্ত্র যার অংশবিশেষ-
[A] অস্থি
[B] বুক
[C] মস্তিষ্ক
[D] হৃদপিণ্ড
Answer – অস্থি
৪) নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লীয় জ্বালানি-
[A] প্লুটোনিয়াম 239
[B] ইউরেনিয়াম 238
[C] থেরিয়াম 236
[D] নেপচুনিয়াম 239
Answer – ইউরেনিয়াম 238
৫) নিচের কোনটি ভৌত পরিবর্তন নয়-
[A] আয়োডিনের ঊর্ধ্বপাতন
[B] দুধ শুকিয়ে গুঁড়ো দুধ তৈরি হওয়া
[C] মোমবাতির দহন
[D] চায়ে চিনি মেশানো
Answer – মোমবাতির দহন
WBPSC Food SI Practice Set 142
৬) পলিটিন ক্রোমোজোম যে কোষে পাওয়া যায়-
[A] মানুষের যকৃত কোষ
[B] পতঙ্গ লার্ভার লালাগ্রন্থি থেকে
[C] পতঙ্গের স্নায়ু কোষ
[D] উপরের কোনোটিই নয়
Answer – পতঙ্গ লার্ভার লালাগ্রন্থি থেকে
৭) পাতায় ঢুকানো পত্ররন্ধের উপস্থিতি যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখায়, তা-
[A] জেরোফাইট
[B] হাইড্রোফইট
[C] মেসোফাইট
[D] হ্যালো ফাইট
Answer – জেরোফাইট
৮) আয়নার প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় ?
[A] ফ্রুকটুজ
[B] সুক্রোজ
[C] গ্লুকোজ
[D] সেলুলোজ
Answer – গ্লুকোজ
৯) কোন ধাতুর আয়ন সালোক-সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে ?
[A] পটাশিয়াম
[B] সোডিয়াম
[C] লোহা
[D] কোবাল্ট
Answer – কোবাল্ট
১০) ‘DNA পর্যায়ক্রম’ প্রক্রিয়া আবিষ্কার করেন-
[A] ওয়াটসন এবং ক্রিক
[B] এইচ. জি. খোরানা
[C] এ. এম. সাউর্দান
[D] ফ্রেডরিক সেঞ্জার
Answer – ওয়াটসন এবং ক্রিক
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) ক্ল্যাডোগ্রাম যে প্রকল্পটিকে ব্যাখ্যা করে-
[A] ফেনাটিক সম্পর্ক
[B] বিবর্তন সম্পর্ক
[C] ট্যাক্সনমিজনিত সম্পর্ক
[D] জিনাগত সম্পর্ক
Answer – বিবর্তন সম্পর্ক
১২) বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম গুলি শ্রেণী সমবায় যুক্ত থাকে
(A) কেবল 2 সঠিক
(B) কেবল 1 সঠিক
(C) কেবল 1 এবং 4 সঠিক
(D) কেবল 2 এবং 4 সঠিক
Answer – কেবল 1 এবং 4 সঠিক
১৩) AIDS/HIV ভাইরাস এক প্রকারের-
[A] RNA ভাইরাস
[B] DNA ভাইরাস
[C] উভয় প্রকার, DNA অথবা RNA ভাইরাস
[D] হয় DNA অথবা RNA ভাইরাস
Answer – RNA ভাইরাস
WBPSC Food SI Practice Set 142
১৪) বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধা জনক হয়ে পড়ে কারণ-
[A] ঘর্ষণ বেড়ে যায়
[B] ঘর্ষণ কমে যায়
[C] গাড়ির ওপর অধিক জল প্রয়োগ করা যায় না
[D] ঘর্ষণ শূন্য হয়ে যায়
Answer – ঘর্ষণ কমে যায়
১৫) কোন বস্তুর ওজন সর্বাধিক হবে-
[A] পৃথিবীর থেকে অসীম দূরত্বে
[B] পৃথিবীর কেন্দ্রে
[C] পৃথিবীর কেন্দ্র থেকে অসীম দূরত্ব পর্যন্ত ওজনের একই মান হবে
[D] পৃথিবীর পৃষ্ঠে
Answer – পৃথিবীর পৃষ্ঠে
সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here