PSC Clerkship Practice Set 27 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সে রকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ২৭ (PSC Clerkship Practice Set 27)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
PSC Clerkship Practice Set 27
১) LPG ডেলিভারির অভিজ্ঞতায় বিপ্লব আনতে “Pure for sure” প্রোগ্রাম লঞ্চ করলে কোন কোম্পানি ?
[A] Bharat Gas
[B] Indane Gas
[C] HP Gas
[D] কোনোটিই নয়
Answer – Bharat Gas
২) Sportstar ACES Awards 2024 অনুষ্ঠানে ‘sportsman of the Year’ সম্মান পেলেন কে ?
[A] মোহাম্মদ শামি
[B] বিরাট কোহলি
[C] জাসপ্রিত বুমরা
[D] রোহিত শর্মা
Answer – জাসপ্রিত বুমরা
৩) আন্তর্জাতিক বিচারালয়ের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কোন দেশের বিচারপতি Nawaf Salam ?
[A] আলজেরিয়া
[B] লেবানন
[C] মরক্কো
[D] ইরান
Answer – লেবানন
৪) গঙ্গা তেরি গরুর জন্য দেশের প্রথম সংরক্ষণ কেন্দ্র তৈরি করা হবে কোথায় ?
[A] অযোধ্যা
[B] মথুরা
[C] লক্ষ্ণৌ
[D] বারাণসী
Answer – বারাণসী
৫) কোন কোম্পানি তাদের AI চ্যাটবট “ Bard” এর দাম পরিবর্তন করে রাখা হলো “Gemini” ?
[A] Microsoft
[B] Meta
[C] Google
[D] Meta
Answer – Google
৬) Worlds Largest Helmet Producer- এর তকমা পেল কোম্পানি ?
[A] Studds
[B] Vega
[C] Steelbird
[D] কোনোটিই নয়
Answer – Steelbird
৭) সম্প্রতি প্রয়াত ঊষা কিরণ খান কে ছিলেন ?
[A] অভিনেত্রী
[B] লেখিকা লেখিকা
[C] সমাজকর্মী
[D] বিচারপতি
Answer – লেখিকা
৮) কর্মীদের ডিউটি সময়ের পরে অফিস কল উপেক্ষা করার অধিকার প্রদানের জন্য নতুন আইন লঞ্চ করেছে কোন দেশ ?
[A] আমেরিকা
[B] ভারত
[C] অস্ট্রেলিয়া
[D] জাপান
Answer – অস্ট্রেলিয়া
PSC Clerkship Practice All Set 2024 – দেখার জন্য ছবিতে ক্লিক করুন
৯) মৃত্যুদণ্ড দেওয়া ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন আট কর্মীকে মুক্তি দিল কোন দেশের আদালত ?
[A] পাকিস্তান
[B] ইরান
[C] আফগানিস্তান
[D] কাতার
Answer – কাতার
PSC Clerkship Practice Set 27
১০) শ্রীলঙ্কা এবং মরিশাসে UPI লঞ্চ করবে কোন দেশ ?
[A] রাশিয়া
[B] ভারত
[C] বাংলাদেশ
[D] ফ্রান্স
Answer – ভারত
PSC Clerkship Practice All Set 2024 | Click Here |
নতুন চাকরির খবর – Click Here