PSC Clerkship Practice Set 33 – বেশ কিছুদিন আগে রাজ্যে ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সে রকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ৩৩ (PSC Clerkship Practice Set 33)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ক্লার্কশিপ প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
PSC Clerkship Practice Set 33
১) কোহলবার্গের মতে নৈতিক বিকাশ হলো একপ্রকার-
[A] জ্ঞান
[B] বুদ্ধি
[C] ইচ্ছা
[D] কোনোটিই নয়
Answer – জ্ঞান
২) তুন্দ্রা অঞ্চলে দেখা যায়-
[A] লাইকেন
[B] পাইন
[C] মস
[D] A ও B উভয়
Answer – A ও B উভয়
৩) কোন উদ্ভিদের পাতা কাটাতে রূপান্তর হয়?
[A] ফনিমনসা
[B] ইউলেক্স
[C] শতমূলী
[D] সবকটি
Answer – ইউলেক্স
৪) সামাজিকীকরণের মাধ্যমে শিশুর-
[A] রাজনৈতিক চিন্তাভাবনা তৈরি হয়
[B] বোধের সূচনা হয়
[C] সামাজিক মূল্যবোধ তৈরি হয়
[D] বৌদ্ধিক বিকাশ পূর্ণ হয়
Answer – সামাজিক মূল্যবোধ তৈরি হয়
৫) ‘অন্যের চোখে নিজেকে দেখা (Looking- glass self) শব্দটি কে প্রবর্তন করেন?
[A] ম্যাকাইভার
[B] সি এইচ কুলি
[C] কোঁত
[D] জর্জ পেইনি
Answer – সি এইচ কুলি
PSC Clerkship Practice Set 33
৬) কোনটি ইন-সিটু সংরক্ষণ -এর উদাহরণ?
[A] বন্যপ্রাণী অভয়ারণ্য
[B] বায়োস্ফিয়ার রিজার্ভ
[C] জাতীয় উদ্যান
[D] সবকটি
Answer – সবকটি
৭) সামাজিকীকরণে ব্যক্তির গুরুত্বপূর্ণ সময় হলো-
[A] কৈশোর
[B] যৌবন
[C] শৈশব
[D] কোনোটিই নয়
Answer – শৈশব
PSC Clerkship Practice All Set 2024 – দেখার জন্য ছবিতে ক্লিক করুন
৮) বায়ুর নাইট্রোজেন মাটিতে সঞ্চয় করে-
[A] জেরোফাইট
[B] হাইড্রোফাইট
[C] হ্যালোফাইট
[D] মেসোফাইট
Answer – মেসোফাইট
৯) ভারতে হটস্পটের সংখ্যা-
[A] 4 টি
[B] 6 টি
[C] 2 টি
[D] 8 টি
Answer – 4 টি
১০) লবণাম্বু উদ্ভিদের পত্ররন্ধ্র অবস্থান করে–
[A] পাতার নিচের অংশে
[B] উভয়পৃষ্ঠে
[C] পাতার উপরিভাগে
[D] পত্ররন্ধ্র থাকে না
Answer – পাতার নিচের অংশে
PSC Clerkship Practice All Set 2024 | Click Here |
নতুন চাকরির খবর – Click Here