WB Gram Panchayat Exam Practice Set 28 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ২৮ (WB Gram Panchayat Exam Practice Set 28)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 28
১) বিন্ধ্য পর্বত থেকে নিম্নোক্ত কোন নদী উৎপত্তি লাভ করেছে ?
[A] মুসি
[B] মাহি
[C] তুঙ্গভদ্রা
[D] নর্মদা
Answer – মাহি
২) ক্রান্তীয় আদ্র চিরহরিৎ বনভূমিতে কোন উদ্ভিদ দেখা যায় না ?
[A] মেহগনি
[B] শাল
[C] রবার
[D] রোজউড
Answer – শাল
৩) নর্মদা ও তাপ্তি নদীর মাঝে কোন পর্বত অবস্থিত ?
[A] আরাবল্লী
[B] সাতপুরা
[C] পূর্বঘাট
[D] বিন্ধ্য
Answer – সাতপুরা
৪) ভারতে কোন লেকের জল সবচেয়ে বেশি লবণাক্ত ?
[A] চিলিকা
[B] সম্বর
[C] ভেম্বানাদ
[D] পুলিকট
Answer – সম্বর
৫) নীলগিরি পাহাড় কোন পর্বত শ্রেণীর অংশ ?
[A] পশ্চিমঘাট
[B] পূর্বঘাট
[C] আরাবল্লী
[D] সাতপুরা
Answer – পশ্চিমঘাট
৬) পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি ?
[A] বীরভূম
[B] বাঁকুড়া
[C] পশ্চিম মেদিনীপুর
[D] পুরুলিয়া
Answer – পুরুলিয়া
৭) কয়ালি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত ?
[A] গুজরাট
[B] আসাম
[C] মহারাষ্ট্র
[D] উত্তরপ্রদেশ
Answer – গুজরাট
WB Gram Panchayat Exam Practice Set 28
৮) রোটাং পাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
[A] সিকিম
[B] আসাম
[C] হিমাচল প্রদেশ
[D] উত্তরপ্রদেশ
Answer – হিমাচল প্রদেশ
৯) ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি ?
[A] দলমা
[B] পরেশ নাথ
[C] শুশুনিয়া
[D] রাজমহল
Answer – পরেশ নাথ
১০) পাত্রাতু – জপেলা শিল্পাঞ্চল কোথায় অবস্থিত ?
[A] ছোটনাগপুর শিল্পাঞ্চল
[B] হলদিয়া শিল্পাঞ্চল
[C] দাক্ষিণাত্য শিল্পাঞ্চল
[D] হুগলি শিল্পাঞ্চল
Answer – ছোটনাগপুর শিল্পাঞ্চল
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) দশম জলপ্রপাত টি কোন রাজ্যে অবস্থিত ?
[A] ঝাড়খন্ড
[B] গোয়া
[C] আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
[D] মধ্যপ্রদেশ
Answer – ঝাড়খন্ড
১২) সরদার সরোবর সেচ প্রকল্প অবস্থিত ভারতের কোন রাজ্যে ?
[A] রাজস্থান
[B] গুজরাট
[C] হরিয়ানা
[D] পাঞ্জাব
Answer – গুজরাট
১৩) ফোনিক্স বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি অবস্থিত কোন স্থানে ?
[A] এলাহাবাদ
[B] কোচিন
[C] পোর্ট ব্লেয়ার
[D] জব্বলপুর
Answer – পোর্ট ব্লেয়ার
১৪) দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলের প্রধান পর্বত হলো-
[A] মহাকাল
[B] সহ্যাদ্রি
[C] হিমাদ্রি
[D] পরেশনাথ
Answer – সহ্যাদ্রি
১৫) ‘অলিফিন কমপ্লেক্স’ কিসের জন্য বিখ্যাত ?
[A] দুগ্ধ উৎপাদন শিল্প
[B] সার তৈরীর কারখানা
[C] পেট্রোকেমিক্যালস শিল্প
[D] রাসায়নিক শিল্প
Answer – পেট্রোকেমিক্যালস শিল্প
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here