WB Gram Panchayat Exam Practice Set 51 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৫১ (WB Gram Panchayat Exam Practice Set 51)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 51
১) সম্প্রতি GI Tag পেল কোন রাজ্যের মোনপা হ্যান্ডমেড পেপার ?
[A] অরুণাচল প্রদেশ
[B] নাগাল্যান্ড
[C] মিজোরাম
[D] মেঘালয়
Answer – অরুণাচল প্রদেশ
২) কোন দেশে BrahMos সুপারসনিক ক্রুজ মিসাইল রপ্তানি করতে চলেছে ভারত ?
[A] শ্রীলংকা
[B] বাংলাদেশ
[C] থাইল্যান্ড
[D] ফিলিপিন্স
Answer – ফিলিপিন্স
৩) Freedom of the City of London Award পেলেন কোন ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী ?
[A] সুধাকর মিত্তাল
[B] দীপক ধর
[C] অজিত মিশ্র
[D] কেউই নন
Answer – অজিত মিশ্র
৪) Online Safety Bill অনুমোদন করল কোন দেশের পার্লামেন্ট ?
[A] সৌদি আরব
[B] ইজরায়েল
[C] শ্রীলংকা
[D] ভারত
Answer – শ্রীলংকা
৫) “ বড়লোকের বিটি লো” গানটির অরিজিনাল শিল্পী রতন কাহার কোন পুরস্কার পেলেন ?
[A] পদ্মশ্রী
[B] ভারতরত্ন
[C] পদ্মভূষণ
[D] পদ্মবিভূষণ
Answer – পদ্মশ্রী
WB Gram Panchayat Exam Practice Set 51
৬) Col CK Nayudu Lifetime Achievement Award পেলেন কে ?
[A] ফারোখ ইঞ্জিনিয়ার
[B] রবি শাস্ত্রী
[C] কেউই নন
[D] উভয়ই
Answer – উভয়ই
৭) পরপর ৬ বার কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করতে চলা কততম অর্থমন্ত্রী হলেন নির্মলা সীথারামান ?
[A] দ্বিতীয়
[B] প্রথম
[C] চতুর্থ
[D] তৃতীয়
Answer – দ্বিতীয়
৮) মিথানল চালিত বিশ্বের বৃহত্তম জাহাজ লঞ্চ করল কোন কোম্পানি?
[A] Sembcorp
[B] Naval Dockyard
[C] Daewoo
[D] Maersk
Answer – Maersk
৯) কোন দেশের সাথে ‘Sada Tanseeq’ নামে যৌথ মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করেছে ভারত ?
[A] ইরাক
[B] ইরান
[C] UAE
[D] সৌদি আরব
Answer – সৌদি আরব
১০) ভারতের প্রথম AI Unicorn হলো কোন কোম্পানিটি ?
[A] Mid Journey
[B] OpenAI
[C] Krutrim
[D] MMIA
Answer – Krutrim
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) কোন কোম্পানির সাথে ভারতের প্রথম হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন তৈরি করবে TATA ?
[A] Airbus
[B] Adani
[C] Hyundai
[D] Ola
Answer – Airbus
১২) কোথায় ‘India Selfie Point’ চালু করলো ইন্ডিয়ান আর্মি ?
[A] জম্মু-কাশ্মীর
[B] লাদাখ
[C] রাজস্থান
[D] সিকিম
Answer – জম্মু-কাশ্মীর
১৩) ভারতের দ্বিতীয় VLF Communication Station তৈরি করা হচ্ছে কোথায় ?
[A] মহারাষ্ট্র
[B] তামিলনাড়ু
[C] কেরালা
[D] তেলেঙ্গানা
Answer – তেলেঙ্গানা
১৪) পরপর দুই বছর জনসংখ্যা হ্রাস ঘটলো কোন দেশে ?
[A] চীন
[B] ভারত
[C] পাকিস্তান
[D] বাংলাদেশ
Answer – চীন
১৫) Gruha Jyothi Scheme লঞ্চ করতে চলেছে কোন রাজ্য ?
[A] মধ্যপ্রদেশ
[B] তেলেঙ্গানা
[C] মনিপুর
[D] গুজরাট
Answer – তেলেঙ্গানা
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here