WB Gram Panchayat Exam Practice Set 52 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৫২, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 52 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৫২ (WB Gram Panchayat Exam Practice Set 52)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 52

১) আমেরিকার প্রথম টেস্ট হিসাবে একজন জেলবন্দী কে নাইট্রোজেনের মাধ্যমে মৃত্যুদন্ড দিচ্ছে কে ?

[A] ক্যালিফোর্নিয়া

[B] আলাবামা

[C] লস এঞ্জেলের

[D] মেক্সিকো

Answer – আলাবামা

২) প্রবীণতম পুরুষ টেনিস খেলোয়াড় হিসাবে গ্র্যান্ড স্লাম টাইটেল  জিতলেন কোন দেশের রোহন বোপান্না ?

[A] শ্রীলংকা

[B] ভারত

[C] পাকিস্তান

[D] বাংলাদেশ

Answer – ভারত

৩) World Anti-Doping Agency- এর দশ বছরের গ্লোবাল স্টাডি অনুযায়ী, বিশ্বের সবথেকে খারাপ দেশ হলো কোনটি ?

[A] আমেরিকা

[B] ভারত

[C] চীন

[D] রাশিয়া

Answer – রাশিয়া

৪) সম্প্রতি অভিনেতা মিঠুন চক্রবর্তী কোন পুরস্কারে সম্মানিত হলেন ?

[A] ভারতরত্ন

[B] পদ্মশ্রী

[C] পদ্ম ভূষণ

[D] পদ্মবিভূষণ

Answer – পদ্ম ভূষণ

৫) দুষ্প্রাপ্য “গোল্ডেন টাইগার” দেখা গেল কোথাকার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে ?

[A] উত্তরাখণ্ড

[B] আসাম

[C] ওড়িশা

[D] পশ্চিমবঙ্গ

Answer – আসাম

WB Gram Panchayat Exam Practice Set 52

৬) আমেরিকার জন্য পঞ্চম বৃহত্তম পর্যটন উৎস হল কোন দেশ ?

[A] থাইল্যান্ড

[B] ভারত

[C] চীন

[D] জাপান

Answer – ভারত

৭) VARNI নামক মোবাইল এক্সেসারী কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে ?

[A] রবীন্দ্র জাদেজা

[B] বিরাট কোহলি

[C] সালমান খান

[D] শাহরুখ খান

Answer – রবীন্দ্র জাদেজা

৮) ভারতে 5G Innovation Lab তৈরির জন্য Reliance Jio কোম্পানির সাথে হাত মেলাচ্ছে কে ?

[A] One Plus

[B] Microsoft

[C] Xiomi

[D] Google

Answer – One Plus

৯) FIH Hockey5s Women’s World Cup জিতলো কোন দেশ ?

[A] ইন্দোনেশিয়া

[B] ভারত

[C] নেদারল্যান্ডস

[D] জ্যামাইকা

Answer – নেদারল্যান্ডস

১০) UK’s Blavatnik Award পাচ্ছেন কজন ভারতীয় বিজ্ঞানী ?

[A] তিনজন

[B] ২ জন

[C] ৭ জন

[D] ৫ জন

Answer – ৩ জন

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) কোথায় এক কোটি নতুন বায়োগ্যাস প্লান্ট প্রতিষ্ঠা করার ঘোষনা করলেন হরদীপ সিং পুরী ?

[A] উত্তর প্রদেশ

[B] গুজরাট

[C] ঝাড়খন্ড

[D] বিহার

Answer – উত্তর প্রদেশ

১২) 2024 Australian Open- এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের টেনিস তারকা Aryna Sabalenka ?

[A] তাইওয়ান

[B] জাপান

[C] কেনিয়া

[D] বেলারুশ

Answer – বেলারুশ

১৩) 2024 Australian Open- এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের Jannik Sinner ?

[A] আলজেরিয়া

[B] থাইল্যান্ড

[C] ইতালি

[D] রাশিয়া

Answer – ইতালি

১৪) INSAT- 3DS নামে আবহাওয়া সংক্রান্ত স্যাটেলাইট লঞ্চ করছে কে ?

[A] ISRO

[B] ESA

[C] NASA

[D] কেউই নয়

Answer – ISRO

১৫) 69th Filmfare Awards- এ সেরা অভিনেতার তকমা পেলেন কে ?

[A] রণবীর সিং

[B] শাহরুখ খান

[C] বরুণ ধাওয়ান

[D] রণবীর কাপুরAnswer – রণবীর কাপুর

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here