WB OBC List 2024 – ২০১১ সালের পর থেকে রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করলো কলকাতা হাই কোর্ট। ওবিসি সার্টিফিকেট হলো, অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্তদের সংরক্ষণের সুবিধা প্রদানের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রদান করা শংসাপত্র। এবার সেই সমস্ত শংসাপত্র বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট।
এ প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বুধবার রায়ে জানানো হয়েছে যে, বাতিল হওয়ার শংসাপত্র আর কোন চাকরির প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। প্রায় পাঁচ লক্ষ্য ওবিসি সার্টিফিকেট হাইকোর্টের রায়ে বাতিল হয়ে গেল। তবে ওই সার্টিফিকেট দ্বারা চাকরিতে সুযোগ পেয়েছেন এমন ব্যক্তিদের উপর কোন প্রভাব পড়বে না।
নতুন চাকরির খবর – পশ্চিমবঙ্গে PF অফিসে কর্মী নিয়োগ, বেতন শুরু ২৫,৫০০/- টাকা থেকে
কাদের ওবিসি সার্টিফিকেট বাতিল করল হাইকোর্ট?
২০১১ সালের রাজ্য সরকারের পক্ষ থেকে বহু মুসলিম ও সংখ্যালঘুদের নাম বাদ দিয়ে নতুন তালিকা নির্ধারণ করা হয়েছে। ঘটনাচক্রে, ২০১১ সাল থেকে তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় এসেছে। তাই বলাই বাহুল্য, তৃণমূলের (WB OBC List 2024) আমলে যেসব ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই সার্টিফিকেট গুলোই বাতিল করে দিল হাইকোর্ট। ফলে শিক্ষা চাকরি থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে ওবিসি শিক্ষার্থী ও প্রার্থীদের ওপর এবার ব্যাপক প্রভাব পড়তে চলেছে।
WB OBC List 2024
পশ্চিমবঙ্গের নতুন ওবিসি তালিকা রাজ্য এবং কেন্দ্রের তালিকা ২০২৪
ওবিসি ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট ১৯৯৩’ অনুযায়ী নতুন তালিকা তৈরি হবে। তবে নিঃসন্দেহে কলকাতা হাইকোর্টের এই রায় পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিরাট বড় ধাক্কা। এবার রাজ্য সরকারকে নতুন তালিকা তৈরি করতে হবে নীতি মেনে।
ওবিসি তালিকায় কারা থাকবেন (WB OBC List 2024)
ওবিসি তালিকা থেকে যে সকলেই বাদ যাবেন এমনটা নয়। কিছুসংখ্যক জাতি গোষ্ঠীর নাম বাদ দেওয়া হবে না, ওবিসি তালিকা থেকে। ১৯৯৪ বা তার পরবর্তী ক্ষেত্রে প্রথম ভাগেই এই সকল জাতি গোষ্ঠী ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তাই তাদের চিন্তার কোন কারণ নেই আপাতত। তাই জনসাধারণের কথা চিন্তা করে তাদের সুবিধার জন্য নিম্নে কিছু সংখ্যক জাতি গোষ্ঠীর তালিকা দেওয়া হল। তালিকায় যে সকল জাতি গোষ্ঠীর নাম থাকবে তারা কোনোভাবেই ওবিসি তালিকা থেকে বাদ যাবেন না।
যাদের লিস্টে নাম আছে
রেজিলিউশন নং 12011/9/94-BCC dt. 19-10-1994
কাপালি | বৈশ্য কাপালি |
কুর্মি | সূত্রধর |
কর্মকার | কুম্ভকর |
স্বর্ণকার | তেলি |
নাপিত | যোগী, নাথ |
ময়রা (হালওয়াই), মোদক (হালওয়াই) | বারুজিবি |
সৎচাষী | গোয়ালা/ গোপ |
মালাকার | |
রেজিলিউশন নং 12011/96/94/BCC dt. 09.03.1996 | |
জোলাহ (আনসারী-মোমিন) | কাঁসারি |
তাঁতী, তন্তুবায় | ধানুক |
শঙ্ককর | কেওরি / কয়রি |
রেজিলিউশন নং 12011/44/96/BCC dt. 06.12.19961 | |
রাজু | নগর |
করণী | সরক |
কোষ্ট / কোষ্ট | চিত্রকর |
যোগী | ফকির, সাইন |
নেমবাং | সাম্পুং |
তুরহা | বুংচেং |
ভুজেল | কাহার |
সুকলি | চুরিহার |
থামি | ধুনিয়া |
ধিমাল | ভর |
লাখেরা/লাহেরা | কালওয়ার |
রাংওয়া | তাম্বোলি / তমালি |
কসাই/ কুরেশি | খেন (অ-বানিয়া বিভাগ) |
প্রয়োজনীয় লিঙ্ক
📄 Download PDF | Download Now |
📄 Download PDF | Download Now |
নতুন চাকরির খবর – কৃষি দপ্তরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন শুরু- ১৫,৬০০/- টাকা