WB deled Admission Update -উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বেরোনোর পর থেকেই ডিপ্লোমা-ইন-এলিমেন্টারি এডুকেশন কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেল জোর কদমে। এই রাজ্যের ২৩টি জেলার সরকার অনুমোদিত, সরকার পোষিত এবং বেসরকারি ডিএলএড প্রতিষ্ঠানগুলিতে চলছে ভর্তি। অনলাইনে করতে হবে আবেদন।
(WB deled Admission Update)
নতুন শিক্ষাবর্ষে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের স্বীকৃত ডি এল এড কোর্সে পঠন পাঠন রেগুলার অর্থাৎ ফেস টু ফেস পদ্ধতিতে হবে। দুই বছরের কোর্স। ২০২৪ শিক্ষাবর্ষে যে সকল ছাত্র-ছাত্রীরা ডিএলএড কোর্সে ভর্তি হবে তাদের ২০২৬ সাল পর্যন্ত এই কোর্সে পড়াশোনা করতে হবে।
পশ্চিমবঙ্গের নতুন ওবিসি তালিকা ২০২৪! হাইকোর্টের রায়ে বাদ গেলেন কারা? দেখুন
ডিএলএড কোর্সে উত্তীর্ণ হতে (WB deled Admission Update) পারলে প্রাইমারি টিচার ও স্কুল সার্ভিস কমিশনের প্রাইমারি টিচার হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আবেদন করতে পারবেন। ডিএলএড কোর্সে ভর্তি হতে গেলে সাইন্স আর্টস কিংবা যেকোনো বিভাগে ৫০ শতাংশ নম্বর বাধ্যতামূলক। তবে তপশিলি, ওবিসি এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য রয়েছে ছাড়।
উচ্চমাধ্যমিকে ৪৫% নম্বর পেলেই আবেদন করতে পারবেন তারা। বাংলা, হিন্দি, নেপালি, উর্দু এবং সাঁওতালি ভাষায় এই কোর্স করতে পারবেন। ভোকেশনাল বিভাগের (WB deled Admission Update) প্রার্থীদের জন্য আসন সংখ্যা নির্দিষ্ট রয়েছে। সরকারি প্রতিষ্ঠানে ৩৬৭ আসন রয়েছে এবং বেসরকারি প্রতিষ্ঠানে আসন রয়েছে প্রায় ৪২ হাজার মতো।
নতুন চাকরির খবর – কেন্দ্রে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ, অনলাইনে আবেদন করুন
আগামী ৮ জুলাই থেকে কোর্সের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। এই কোর্সে যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে অবশ্য বয়সের ছাড় রয়েছে। উচ্চ মাধ্যমিকে ‘বেস্ট ফাইভ’ বা পাঁচটি বিষয়ে পাওয়া সব থেকে বেশি নম্বরের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের বাছাই করে নেওয়া হবে। প্রথম এবং দ্বিতীয় ভাষায় প্রাপ্ত নম্বরকে গ্রাহ্য হলেও পরিবেশ বিদ্যাকে গ্রাহ্য করা হবে না।
ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ১০ জুন তারিখ থেকে ২২ জুন তারিখ পর্যন্ত। আগ্রহীদের শিক্ষার্থীদের জানানো হচ্ছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ ডি এল এড কোর্সের জন্য আবেদন জানাতে হবে। সে ক্ষেত্রে আবেদন মূল্য রয়েছে। অসংরক্ষিত শ্রেণিভুক্ত, অনগ্রসর শ্রেণিভুক্ত এবং তফসিলি জাতি, উপজাতি ও বিশেষ ভাবে সক্ষম শ্রেণিভুক্তদের যথাক্রমে ১০০০ টাকা, ৭৫০ টাকা এবং ৫০০ টাকা আবেদন মূল্য হিসেবে রাখা হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত আবেদন পত্র গ্রহণ করা হবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।
নতুন চাকরির খবর – ইন্টারভিউ মাধ্যমে মেডিকেল কলেজে কর্মী নিয়োগ, কোন আবেদন মূল্য নেই
বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।
আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।