Bank Of Baroda New Recruitment 2024 – ব্যাঙ্ক অফ বরোদা তে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১৫,০০০/-

Bank Of Baroda New Recruitment 2024চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। ব্যাঙ্ক অফ বরোদা দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব প্রার্থীরা চাকরির খোঁজ করছেন তাদের জন্য বিরাট সুখবর তথ্য। এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে।

এই পদে ইচ্ছুক ব্যাংক থেকে অবসর প্রাপ্ত প্রার্থীরাও আবেদন জানাতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে? বয়সসীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাBank Of Baroda
পদের নামBusiness Correspondent Supervisor
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমOffline
আবেদনের শেষ তারিখ৩০/০৬/২০২৪

নতুন চাকরির খবর – কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, বয়সসীমা ২১ থেকে ৪৫

পদের নাম ও শূন্যপদ

(১) এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের ‌নাম হল – বিজনেস করেসপন্ডেন্ট সুপারভাইজার

(২) এই পদে ‌মোট ১ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।

বয়সসীমা ও বেতন (Bank Of Baroda New Recruitment 2024)

(১) ‌উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছরের নিচে হতে হবে। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।

(২) এই পদে যাচাইকরনের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে সর্বনিম্ন ১০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ১৫,০০০/- টাকার মধ্যে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

যেসকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই (Bank Of Baroda New Recruitment 2024) পদে আবেদন করার প্রার্থীদের স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে BE, MBA, MCA, M.Sc ডিগ্রি অর্জন করতে হবে। এখানে PSY/RRB/প্রাইভেট ব্যাঙ্কস/কো-অপারেটিভ ব্যাঙ্কগুলি থেকে অবসরপ্রাপ্ত অফিসাররা আবেদন জানাতে পারবে।

অবসরপ্রাপ্ত আবেদনকারীদের গ্রামীণ ব্যাঙ্কিং এর কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উপযুক্ত যোগ্যতার সহিত আবেদন কারীদের কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে

www.bankofbaroda.com পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদন মূল্য কি আছে?

এখানে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের কোনো আবেদনমূল্য জমা দিতে হবে না। অবশ্য আবেদনপত্র পূরণের আগে সমস্ত কিছু তথ্য যাচাই করবেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

নিয়োগ প্রক্রিয়া (Bank Of Baroda New Recruitment 2024)

উল্লেখিত পদে আবেদন কারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে আবেদন প্রার্থীদের কোনরকম পরীক্ষা দিতে হবে না। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এই পদে নিযুক্ত করা হবে। আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

কি ভাবে আবেদন করতে হবে?

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার (Bank Of Baroda New Recruitment 2024) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে নথিগুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশ০১/০৬/২০২৪
আবেদনের শেষ তারিখ৩০/০৬/২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটwww.bankofbaroda.com
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

নতুন চাকরির খবর – ব্লকে ব্লকে ভলেন্টিয়ার কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।