WB Gram Panchayat Exam Practice Set 81 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৮১ (WB Gram Panchayat Exam Practice Set 81)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 81
১) বিশ্বে কত বৃহত্তম রূপ উৎপাদক হলো Hindustan Zinc কোম্পানি ?
[A] চতুর্থ
[B] প্রথম
[C] পঞ্চম
[D] তৃতীয়
Answer – তৃতীয়
২) Time’s 100 Most Influential List 2024- এ কতজন ভারতীয়র নাম রয়েছে ?
[A] ৮ জন
[B] ১০ জন
[C] ১৫ জন
[D] ৯ জন
Answer – ৮ জন
৩) রাম মন্দিরের “সূর্য তিলক” প্রোগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কোন প্রতিষ্ঠান ?
[A] IIA
[B] IIT Kanpur
[C] IIT Madras
[D] কোনোটিই নয়
Answer – Indian Institute of Astrophysics (IIA)
৪) কোন শহরে Rain Tax বাস্তবায়িত করতে চলেছে কানাডা ?
[A] ভ্যাঙ্কুভার
[B] টরন্টো
[C] সেন্ট জন
[D] ভিক্টোরিয়া
Answer – টরন্টো
৫) National Security Guard (NSG)- এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে ?
[A] নয়ন শর্মা
[B] নলিন প্রভাত
[C] সুমিত নাগাল
[D] বিশাল ভট্ট
Answer – নলিন প্রভাত
WB Gram Panchayat Exam Practice Set 81
৬) জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয় কবে ?
[A] ২২ শে এপ্রিল
[B] ২১ শে এপ্রিল
[C] ২৪ শে এপ্রিল
[D] ২৩ শে এপ্রিল
Answer – ২১ শে এপ্রিল
৭) ভারতে Intel কোম্পানির হেড পদে নিযুক্ত হলেন কে ?
[A] দীনবন্ধু ঘড়া
[B] ভবেশ পান্ডা
[C] সন্তোষ বিশ্বনাথন
[D] অর্ক চ্যাটার্জি
Answer – সন্তোষ বিশ্বনাথন
৮) Hockey India Asunta Lakra Award পেলেন কে ?
[A] সবিতা পুনিয়া
[B] দীপিকা সোরেঙ
[C] রানী রামপাল
[D] বন্দনা কাটারিয়া
Answer – দীপিকা সোরেঙ
৯) IPL- এ ২৫০ টি ম্যাচ খেলা দ্বিতীয় ক্রিকেটার হলেন কে ?
[A] বিরাট কোহলি
[B] রোহিত শর্মা
[C] কে. এল. রাহুল
[D] বুমরা
Answer – রোহিত শর্মা
১০) সম্প্রতি ‘Aryabhatta Award’ পেলেন কে ?
[A] সোমনাথ
[B] কে সিভান
[C] পাভুলুরি সুব্বা রাও
[D] সতীশ রেড্ডি
Answer – পাভুলুরি সুব্বা রাও
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) আন্তর্জাতিক ব্যাডমিন্টন থেকে অবসর ঘোষণাকারী Kento Momota কোন দেশের খেলোয়াড় ?
[A] চীন
[B] থাইল্যান্ড
[C] সুইডেন
[D] জাপান
Answer – জাপান
১২) কোন দেশকে BrahMos নামে ক্রুজ মিসাইল এর প্রথম ব্যাচ প্রদান করল ভারত ?
[A] রাশিয়া
[B] ফিলিপিন্স
[C] বাংলাদেশ
[D] ফ্রান্স
Answer – ফিলিপিন্স
১৩) ২০২৪ সালে বিশ্বের সেরা এয়ারপোর্টের তকমা পেল কোন দেশের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ?
[A] কাতার
[B] ওমান
[C] সিঙ্গাপুর
[D] থাইল্যান্ড
Answer – কাতার
১৪) কোথায় Hi-Tech Lab- এর উদ্বোধন করলেন ইন্ডিয়ান আর্মি চিফ মনোজ কুমার পান্ডে ?
[A] ইরান
[B] উজবেকিস্তান
[C] কিরগিস্তান
[D] কোনোটিই নয়
Answer – উজবেকিস্তান
১৫) সম্প্রতি প্রয়াত Raman Subba Row কোন দেশের প্রাক্তন ক্রিকেটার ছিলেন ?
[A] নিউজিল্যান্ড
[B] অস্ট্রেলিয়া
[C] ইংল্যান্ড
[D] জ্যামাইকা
Answer – ইংল্যান্ড
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here