Indian Railway New Job Vacancy 2024 – মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কর্মী নিয়োগ, ১৮ বছর হলে আবেদন করুন।

Indian Railway New Job Vacancy 2024 – চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব আবেদনকারীরা উচ্চমানের চাকরির সপ্ন আছে তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ।এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাউত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে
পদের নামVarious Sports Quota Posts
মোট শূন্যপদনিচে উল্লেখিত
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ০৯/০৬/২০২৪

পদের নাম ও শূন্যপদ

(১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Various Sports Quota Posts

(২) এই পদে মোট ২৪ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।

বয়সসীমা ও বেতন (Indian Railway New Job Vacancy 2024)

(১) ‌উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের নিচে হতে হবে। এখানে আবেদন কারীদের বয়স ০১/০১/২০২৪ তারিখ অনুসারে প্রযোজ্য হবে। আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।

(২) এই পদে যাচাই করনের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে সর্বনিম্ন Grade Pay Level 1 – 5/4 অনুযায়ী ১,৮০০/- টাকা থেকে সর্বোচ্চ ২,৮০০/- টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে (Indian Railway New Job Vacancy 2024) আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন স্বীকৃত কোন বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে । অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে

nfr.indianrailways.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদন মূল্য কি আছে?

এখানে আবেদন করার জন্য সকল প্রার্থীদের নটিফিকেশনের নিয়ম অনুসারে আবেদনমূল্য জমা দিতে হবে। অবশ্য আবেদনপত্র পূরণের  আগে সমস্ত কিছু তথ্য যাচাই করবেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

নিয়োগ প্রক্রিয়া (Indian Railway New Job Vacancy 2024)

উল্লেখিত পদে আবেদন কারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে আবেদন প্রার্থীদের নির্দিষ্ট পদ্ধতিতে যাচাইকরণ করা হবে। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শুধুমাত্র নটিফিকেশনের নিয়ম অনুসারে এই পদে নিযুক্ত করা হবে‌। আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১) ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার মার্ক-শীট বা পাস সার্টিফিকেট‌।
২) স্বীকৃত ক্রীড়া কৃতিত্বের প্রমাণের শংসাপত্র।
৩) বার্ষিক আয়ের শংসাপত্র।
৪) SC, ST, OBC-NCL প্রার্থীদের জন্য জাতি শংসাপত্র।
৫) আবেদপার্থীর স্বাক্ষর।
৬) আবেদপার্থীর পাসপোর্ট সাইজের ফটোকপি

কিভাবে আবেদন করতে হবে ?

১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে (Indian Railway New Job Vacancy 2024) সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শুরু২২/০৫/২০২৪
আবেদনের শেষ তারিখ০৯/০৬/২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটnfr.indianrailways.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
More DetailsClick Here

নতুন চাকরির খবর – জল জীবন মিশন প্রকল্পে নিয়োগ, আবেদন পদ্ধতি দেখেনিন

বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।