WB Gram Panchayat Exam Practice Set 82 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৮২ (WB Gram Panchayat Exam Practice Set 82)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 82
১) বিশ্বের সবথেকে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোন দেশে ?
[A] চীন
[B] আমেরিকা
[C] দক্ষিণ কোরিয়া
[D] রোমানিয়া
Answer – রোমানিয়া
২) বিশ্ব ব্যাংকের ইকোনমিক আ্যডভাইসারি প্যানেলে নিযুক্ত হলেন কে ?
[A] অজয় রাঠি
[B] রাকেশ মোহন
[C] মানিক মিদ্দা
[D] লোকেশ শর্মা
Answer – রাকেশ মোহন
৩) সম্প্রতি ভারতীয় পর্যটকদের জন্য e- Visa লঞ্চ পড়ল কোন দেশ ?
[A] থাইল্যান্ড
[B] জাপান
[C] ফ্রান্স
[D] তুর্কি
Answer – জাপান
৪) ২০২৬ কমনওয়েলথ গেমস হোস্ট করতে অস্বীকার করল কোন দেশ ?
[A] সিঙ্গাপুর
[B] ভারত
[C] মালদ্বীপ
[D] মালেশিয়া
Answer – সিঙ্গাপুর
৫) S. A. R. A. H. নামে জেনারেটিভ AI হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করলো কে ?
[A] World Bank
[B] ADB
[C] UNO
[D] WHO
Answer – বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
WB Gram Panchayat Exam Practice Set 82
৬) সাম্প্রতিক FIDE Rating লিস্ট অনুযায়ী ভারতের নং ১ দাবা খেলোয়াড় হলেন কে ?
[A] বিশ্বনাথন আনন্দ
[B] অর্জুন ইরিগাইসি
[C] আর. প্রজ্ঞানন্দ
[D] ডি. গুকেশ
Answer – অর্জুন ইরিগাইসি
৭) কোন রাজ্যের আরও ৩০ টি জায়গার নাম পরিবর্তন করল চীন ?
[A] মেঘালয়
[B] মনিপুর
[C] অরুণাচল প্রদেশ
[D] নাগাল্যান্ড
Answer – অরুণাচল প্রদেশ
৮) Electronics & Mechanical Engineers- এর ৩৩ তম ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে ?
[A] আকাশ ঠাকুর
[B] রাকেশ আস্থানা
[C] জে. এস. সিদানা
[D] কেউই নন
Answer – জে. এস. সিদানা
৯) কোথাকার পিলিভিত বাঁশি GI Tag পেল ?
[A] মধ্যপ্রদেশ
[B] উত্তর প্রদেশ
[C] ছত্রিশগড়
[D] বিহার
Answer – উত্তর প্রদেশ
১০) সম্প্রতি খরার কারণে জাতীয় দুর্যোগ ঘোষণা করল কোন দেশ ?
[A] জিম্বাবোয়ে
[B] পেরু
[C] মোজাম্বিক
[D] নেদারল্যান্ডস
Answer – জিম্বাবোয়ে
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে ?
[A] ৮ ই এপ্রিল
[B] ৭ই এপ্রিল
[C] ১০ই এপ্রিল
[D] ৯ই এপ্রিল
Answer – ৭ই এপ্রিল
১২) World Future Energy Summit হোস্ট করবে কোন দেশের Masdar কোম্পানি ?
[A] UAE
[B] সৌদি আরব
[C] ইজরায়েল
[D] জর্ডান
Answer – সংযুক্ত আরব অমিরাত (UAE)
১৩) প্যারিস অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা জুরি মেম্বার হচ্ছেন কে ?
[A] মধু নায়ার
[B] সম্প্রীতি কৌর
[C] আরফা খাতুন
[D] বিলকিস মীর
Answer – বিলকিস মীর
১৪) National Cooperative Dairy Federation of India Ltd – এর চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন কে ?
[A] অর্জুন রামপাল
[B] মিনেশ শাহ
[C] শ্রেষ্ঠাভৌমিক
[D] গৌতম কুমার
Answer – মিনেশ শাহ
১৫) অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং বিকল্প সারের প্রচারের মাধ্যমে কোন সালে শেষ নাগাদ ইউরিয়া আমদানি বন্ধ করবে ভারত ?
[A] ২০২৫
[B] ২০২৪
[C] ২০৩০
[D] ২০২৬
Answer – ২০২৫
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here