Skip to content
WBTAK Bengali Daily News Portal | বাংলা খবর, বাংলা সংবাদ
  • Home
  • Trending
  • Jobs
  • Scholarship
  • Govt Scheme
    • Education
    • Economics
    • Business
  • Tech News
  • Hroscope
WB Health Department New Vacancy 2024

WB Health Department New Vacancy 2024 – জেলায় স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, অনলাইনের মাধ্যমে আবেদন।

June 27, 2024 by WB TAK
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Health Department New Vacancy 2024 – রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। ন্যাশনাল হেলথ মিশন অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব চাকরিপ্রার্থীরা উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় চাকরির খোঁজ করছেন তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ।

এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে? বয়সসীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাNational Health Mission
পদের নামVarious
মোট শূন্যপদ৪৪১
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ০৫/০৭/২০২৪

পদের নাম ও শূন্যপদ

(১) এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হল – Medical Officer In Charge, MD-Specialists, Medical Officer, Medical Officer-AFHC (RKSK), Medical Officer UPHC, Community Health Assistant (CHA), Accountant-1, Ophthalmic Assistant, Laboratory Technician (NCD), Peer Support (NVHCP), Nutritionist (Child Health-NRC), Cook & Caretaker

২) এখানে মোট ৪৪১ টি শূন্যপদে নিয়োগ প্রদান করা হবে।

বয়সসীমা ও বেতন WB Health Department New Vacancy 2024

(১) উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বয়সসীমা রয়েছে। তবে এখানে ‌ইচ্ছুক আবেদন কারীদের ‌বয়স সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ৬৭ বছরের মধ্যে হলে প্রতিটি পদে আবেদন জানাতে পারবে। এখানে আবেদনকারীদের বয়স ০১/০১/২০২৪ তারিখ অনুসারে হিসাব করা হবে। আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।

২) এই পদগুলিতে যাচাইকরনের পর নিযুক্ত প্রার্থীদের প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন রাখা হয়েছে। তবে আবেদন কারীদের প্রতি মাসে পারিশ্রমিক  হিসাবে সর্বনিম্ন ৮,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ৮০,০০০/- টাকার মধ্যে দেওয়া হবে। আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা

যেসকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। ইচ্ছুক আবেদনকারীদের নূন্যতম উচ্চমাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে

north24parganas.gov.in এই পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

কিভাবে আবেদন করতে হবে (WB Health Department New Vacancy 2024)

১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

আবেদন মূল্য কি আছে?

এখানে আবেদন করার জন্য সকল প্রার্থীদের নোটিফিকেশনের নিয়ম অনুসারে আবেদনমূল্য জমা দিতে হবে। অবশ্য আবেদনপত্র পূরণের  আগে সমস্ত কিছু তথ্য যাচাই করবেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

নিয়োগ প্রক্রিয়া

এখানে উপযুক্ত বয়সসীমা ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের  নির্দিষ্ট যাচাইকরণ পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। ইচ্ছুক আবেদন কারীদের (WB Health Department New Vacancy 2024) অফিসিয়াল নোটিফিকেশনের নিয়ম অনুসারে যাচাই করা হবে। আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন প্রকাশের তারিখ২০/০৬/২০২৪
আবেদনের শেষ তারিখ০৫/০৭/২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটnorth24parganas.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
More DetailsView Now

বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

WB TAK

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com

Read More

Recent Posts

  • Railway Group D Practice Set 20 – রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ২০, বাছাই করা ১৫ টি প্রশ্ন।
  • IPPB GDS Executive Recruitment 2025 – পোস্ট অফিসে GDS পদে কর্মী নিয়োগ, ২৩ টি জেলা থাকে আবেদন করুন।
  • Railway Group D Practice Set 19 – রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ১৯, বাছাই করা ১৫ টি প্রশ্ন।
  • District Resource Person Vacancy 2025 – জেলার ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন কর্মী নিয়োগ,কোনো আবেদন মূল্য নেই।
  • Railway Group D Practice Set 18 – রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট ১৮, বাছাই করা ১৫ টি প্রশ্ন।
  • About Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Site Map
  • Terms and Conditions
  • Contact Us
  • DMCA Policy
  • DMCA Removal Request
Copyright © 2023 wbtak.com