IDBI Bank Job Vacancy 2024 – IDBI ব্যাঙ্কে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ইমেইল এর মাধ্যমে আবেদন।

IDBI Bank Job Vacancy 2024 -প্রতিনিয়ত রাজ্য সরকারের তরফে রাজ্যের যুবক যুবতীদের জন্য বিভিন্ন চাকরির সুখবর তথ্য প্রকাশিত হয়। সেরকম আইডিবিআই ব্যাংক দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেসব আগ্রহী চাকরিপ্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষায় রত তাদের জন্য সুবর্ণ সুযোগ।

শুধুমাত্র ইমেইল এর মাধ্যমে আবেদন জানাতে পারবে ইচ্ছুক প্রার্থীরা। আবেদন পদ্ধতি কি হবে? বয়সসীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাIDBI Bank
পদের নামChief Data Officer
মোট শূন্যপদনিচে উল্লেখিত
আবেদন মাধ্যমEmail
আবেদনের শেষ তারিখ১৭/০৭/২০২৪

নতুন চাকরির খবর –ব্লকে ব্লকে মিড ডে মিল প্রোগ্রামে কর্মী নিয়োগ, নিয়োগ হবে ইন্টারভিউ মাধ্যমে

পদের নাম ও শূন্যপদ

এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হল – Chief Data Officer

এখানে মোট ১ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে।

বয়সসীমা ও বেতন

(১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ৪০ বছর থেকে সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ০১/০৬/২০২৪ তারিখ অনুসারে প্রযোজ্য হবে। আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।

(২) এই পদে যাচাইকরনের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে নোটিফিকেশনের নিয়ম অনুসারে পারিশ্রমিক  ‌দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা (IDBI Bank Job Vacancy 2024)

যেসকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। ইচ্ছুক আবেদন কারীদের যেকোন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পূর্ণ-সময়ের স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি/ এমসিএ সহ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি/ ডেটা সায়েন্স বা ডেটা ম্যানেজমেন্টে ইত্যাদি যোগ্যতা থাকতে হবে।

উপযুক্ত যোগ্যতা সহিত আবেদনকারীদের কাজের সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে

www.idbibank.in এই পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদন মূল্য কি আছে?

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কোনরকম আবেদনমূল্য জমা দিতে হবে না। অবশ্য আবেদনপত্র পূরণের আগে সমস্ত কিছু তথ্য যাচাই করবেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

নিয়োগ প্রক্রিয়া (IDBI Bank Job Vacancy 2024)

এখানে উপযুক্ত বয়সসীমা ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণ পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। ইচ্ছুক আবেদনকারীদের স্ক্রীনিং টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে যাচাইকরণ করা হবে। আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

কিভাবে আবেদন করতে হবে

যেসকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না। সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদনপত্রটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সেগুলোকে সঠিকভাবে স্ক্যান করে নির্দিষ্ট সময়ে rec.experts@idbi.co.in এই ইমেইলের মাধ্যমে মধ্যে পাঠিয়ে দিতে হবে। এছাড়া আরো বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শুরুর তারিখ০৩/০৭/২০২৪
আবেদনের শেষ তারিখ১৭/০৭/২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটwww.idbibank.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

নতুন চাকরির খবর –জেলায় শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইনের মাধ্যমে আবেদন

বিঃদ্রঃ-উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।