Job Fair 2025 Apply Online – এবার রাজ্যে শুরু হতে চলেছে চাকরির মেলা, ইন্টারভিউ দিয়ে চাকরি পান।

Job Fair 2025 Apply Online -পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম এর উদ্দেশ্যে আয়োজিত চাকরির মেলা বা মিলন উৎসব চালু হতে চলেছে। যেসব প্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষায় রত ও তাদের জন্য খুশির খবর। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য উন্নয়ন ও বৃত্ত নিগম এর উদ্দেশ্যে চাকরির মেলা উৎসব চালু হতে চলেছে।

আর বেকার থাকতে হবে না যেকোন চাকরি প্রার্থীকে। আবেদন করলেই মিলবে মোটা বেতনের চাকরি। কবে থেকে এই চাকরির মেলা আরম্ভ হবে? কিভাবে এই মেলায় অংশগ্রহণ করবেন ? এই মেলায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কি কি যোগ্যতার প্রয়োজন ? এখানে প্রার্থীদের কিভাবে নিয়োগ করা হবে ? কবে এই মেলা শেষ হবে ? ইত্যাদি সমস্ত প্রশ্নের সঠিক সমাধান পেতে প্রতিবেদনটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি অধ্যায়ন করতে হবে। আসন প্রতিবেদন সহকারে সমস্ত তথ্যের সঠিক সমাধান জেনে নিই।

দৈনন্দিন জীবনে চাকরি পাওয়া খুব দুষ্কর হয়ে পড়েছে। যে কোনো চাকরি প্রার্থী উচ্চ যোগ্যতা সম্পন্ন হলেও চাকরি পাওয়া তার পক্ষে খুব কঠিন হয়ে পড়ে। রাজ্যে চাকরির হাহাকার কমানোর এক বড় প্রচেষ্টায় চালু হচ্ছে এই মেলা।

Job Fair 2025 Apply Online

এইজন্য রাজ্য সরকারের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ উন্নয়ন ও বৃত্ত নিগম এর উদ্দেশ্যে চাকরির মেলা হিসাবে এক উৎসবের আয়োজন করছেন। এই মেলা উৎসব থেকে রাজ্যের বেকার যুবক-যুবতীরা নিজেদের যোগ্যতা মতো যেকোন চাকরি পেতে পারবে।

এখানে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই জবের মেলা উৎসব থেকে কোনরকম পরীক্ষা ছাড়া শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিযুক্ত হতে পারবে উচ্চ বেতনের চাকরিতে। এই মেলা চালু হবে পার্ক সার্কাসের নিকটে কলকাতা ময়দানে।

রাজ্যে চালু হওয়া জবের মেলা উৎসব আগামী ২ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত চলবে। এখানে ফ্রেশার ও আগে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরাও আবেদন জানাতে পারবে। চাকরিতে আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থীদের নিচের ডকুমেন্টসহ জবের মেলাতে উপস্থিত থাকতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

১) সমস্ত তথ্য সহকারে বায়োডাটা সার্টিফিকেট।
২) আধার কার্ড।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৪) আবাসিক প্রমাণপত্র।
৫) পাসপোর্ট সাইজের ছবি।
৬) কাজের অভিজ্ঞতা সংক্রান্ত শংসাপত্র।

নতুন চাকরির খবর –Click Here

আবেদন পদ্ধতি

এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের আমাদের প্রতিবেদনের নিচে যে অফিসিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে অফিসিয়াল (Job Fair 2025 Apply Online) ওয়েবসাইট ভিজিট করবেন। এরপর এপ্লাই নাও অপশনে ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এরপর নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখ: ০৯/১২/২০২৪
আবেদনের শেষ তারিখ : ২০/১২/২০২৪

🌐 অফিশিয়াল ওয়েবসাইটView Now
📄 Apply OnlineClick Here

বাংলা আবাস যোজনায় ফাইনাল লিস্ট দেখুন, আপনার নাম আছে কি না দেখুন।