SBI Clerk Job Vacancy 2025 – স্টেট ব্যাঙ্ক ক্লার্ক পদে নিয়োগ, মোটা শূন্যপদ ১৩,৭৩৫।

SBI Clerk Job Vacancy 2025 – চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। রাজ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। যেসব প্রার্থীরা বহুদিন উচ্চমানের বেতনের চাকরির খোঁজ করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি কি হবে ? এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন ? বয়সসীমা কি থাকছে? চাকরি প্রার্থীদের মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে আজকের এই প্রতিবেদনে। এখানে আবেদন করার আগে বিঞ্জপ্তি ডাউনলোড করবেন তারপর ভালোভাবে পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাস্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
পদের নামজুনিয়র অ্যাসোসিয়েটস
মোট শূন্যপদ১৩,৭৩৫
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদনের শেষ তারিখ০৭/০১/২০২৫

পদের নাম ও শূন্যপদ 

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – জুনিয়র অ্যাসোসিয়েটস।

২) এখানে মোট শূন্যপদ ১৩,৭৩৫ টি।

বয়স সীমা ও বেতন

১) এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ২০ থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ০১/০৪/২০২৪ তারিখ অনুসারে হিসাব করা হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।

২) যদি আপনারা এই পথগুলোতে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন শুরু হচ্ছে প্রতিমাসে ২৪,০৫০/- টাকা থেকে সর্বোচ্চ ৬৪,৪৮০/- টাকা পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা (SBI Clerk Job Vacancy 2025)

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।


এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

sbi.co.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১) জন্ম তারিখের প্রমাণপত্র।
২) আইডি প্রুফ।
৩) জাত সংস্থাপত্র।
৪) অভিজ্ঞতা সার্টিফিকেট।
৫) শিক্ষাগত শংসাপত্র হিসাবে মার্কশীট/ডিগ্রী সার্টিফিকেট।
৬)পাসপোর্ট সাইজের ছবি।

আবেদন মূল্য (SBI Clerk Job Vacancy 2025)

General/ OBC/ EWS : ৭৫০/- টাকা
SC/ ST/ PwBD/ XS/DXS : Nil

নিয়োগ প্রক্রিয়া

এখানে ইচ্ছুক প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা মেইন পরীক্ষা এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

কি ভাবে আবেদন করতে হবে? 

১) এখানে প্রার্থীদের আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) তারপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) এরপরে যে সমস্ত ডকুমেন্টস (SBI Clerk Job Vacancy 2025) চেয়েছে সেগুলিকে সাইজ মত আপলোড করতে হবে।
৫) সবার শেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শুরুর তারিখ১৭-১২-২০২৪
আবেদনের শেষ তারিখ০৭/০১/২০২৫

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটView Now
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

জেলায় হোস্টেলে গ্রুপ- ডি কর্মী নিয়োগ, বিভিন্ন শূন্যপদে চাকরি।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা।  এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা  কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।