India Post Payment Bank Vacancy – ডাক বিভাগে প্রচুর কর্মী নিয়োগ, বয়স ১৮ বছরের উপরে হতে হবে।

India Post Payment Bank Vacancy – চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা অফলাইনে এর মাধ্যমে আবেদন যোগ্য। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাডাক বিভাগ দপ্তর
পদের নামসহকারী ব্যবস্থাপক, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ
মোট শূন্যপদনিচে উল্লেখিত
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ১০/০১/২০২৫

পদের নাম ও শূন্যপদ 

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – সহকারী ব্যবস্থাপক, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ।

২) এখানে মোট শূন্যপদ ৬৮ টি।

বয়স সীমা ও বেতন

১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১৮ বছরের উপরে হতে হবে। বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

২) উল্লিখিত পদে আবেদন করার পরে চাকরি পেলে প্রতি মাসে নোটিফিকেশনের নিয়ম অনুসারে বেতন প্রদান করা হবে। তবু আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে আবেদন করবেন।

শিক্ষাগত যোগ্যতা (India Post Payment Bank Vacancy)

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এখানে ভিন্ন পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা সম্পন্ন হতে হবে। বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১) গ্রাজুয়েশন সার্টিফিকেট/ফাইনাল মার্কশিট।
২) আধার কার্ড।
৩)  কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট।
৪)  EPIC
৫) পাসপোর্ট সাইজের ছবি।
৬) কাজের অভিজ্ঞতা সংক্রান্ত শংসাপত্র।

নিয়োগ প্রক্রিয়া (India Post Payment Bank Vacancy)

এখানে ইচ্ছুক প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

কি ভাবে আবেদন করতে হবে? 

১) এখানে প্রার্থীদের আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) তারপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) এরপরে যে সমস্ত ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে সাইজ মত আপলোড করতে হবে।
৫) সবার শেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার (India Post Payment Bank Vacancy) জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শুরুর তারিখ
আবেদনের শেষ তারিখ১০/০১/২০২৫

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটView Now
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

বাংলা আবাস যোজনায় ফাইনাল লিস্ট দেখুন, আপনার নাম আছে কি না দেখুন।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা।  এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা  কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।