WB Textile Department Vacancy 2024 – চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। রাজ্যের হস্তশিল্প দপ্তরের তরফে চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। যেসব চাকরি প্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা ইমেইল এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি কি হবে? বয়সসীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | Handlooms. Spinning Mills. Silk Weaving & Handloom Based Handicrafts Division |
পদের নাম | ক্লাস্টার ডেভেলপমেন্ট এগজিকিউটিভস এবং টেক্সটাইল ডিজাইনার |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | ইমেল |
আবেদনের শেষ তারিখ | ১৪/০১/২০২৫ |
পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – ক্লাস্টার ডেভেলপমেন্ট এগজ়িকিউটিভস এবং টেক্সটাইল ডিজ়াইনার।
২) এখানে মোট শূন্যপদ ১১ টি।
বয়স সীমা ও বেতন
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে সর্বোচ্চ ৩৮মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায় বয়সে ছাড় এখানে পাওয়া যাবে। বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
২) যদি আপনারা এই পদ গুলোতে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন শুরু হচ্ছে প্রতিমাসে ৩০,০০০ /- টাকা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (WB Textile Department Vacancy 2024)
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হ্যান্ডলুম টেকনোলজিতে ডিপ্লোমা বা ডিগ্রি অর্জন করতে হবে এবং কাজের সম্বন্ধে ২ বছর অভিজ্ঞতা থাকতে হবে। টেক্সটাইল ডিজাইনারের এনগেজমেন্ট পদের জন্য আবেদন কারীকে স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে এনআইএফটি / এনআইডি ডিগ্রি অর্জন করতে হবে এবং টেক্সটাইল ডিজাইনার হিসেবে ন্যূনতম ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
www.westbensalhandloom.orq পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
২) মাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৫) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
নিয়োগ প্রক্রিয়া (WB Textile Department Vacancy 2024)
এখানে প্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাববেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আপনারা আবেদন করতে পারবেন ই-মেইল এর মাধ্যমে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে পারেন বা এই প্রতিবেদনের নিচে যে (WB Textile Department Vacancy 2024) ডাউনলোড বাটনটি আছে সেখান থেকে ক্লিক করো আপনারা আবেদন পত্রটি ডাউনলোড করতে পারেন এবং হাতে কলমে সমস্ত কিছু লিখে সেটিকে ফিলাপ করে নির্দিষ্ট টাইম এবং স্থানে ইমেল আইডির মাধ্যমে পাঠিয়ে দিলে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদন শুরুর তারিখ | … |
আবেদনের শেষ তারিখ | ১৪/০১/২০২৫ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View Now |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।