Anandadhara Scheme 2025 – আনন্দধারা প্রকল্প নিয়ে খুশির খবর, নতুন বছরে শুরুতেই মুখ্যমন্ত্রীর উপহার।

Anandadhara Scheme 2025 – রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে বিভিন্ন প্রকল্প যোজনার মাধ্যমে রাজ্য বা দেশবাসীকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সেরকম রাজ্য সরকারের তরফে চালু করা আনন্দধারা হলো মহিলাদের জন্য চালু হওয়া একটি গুরুত্বপূর্ণ প্রকল্প।

রাজ্যের মহিলারা নিজে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে ও স্বনির্ভরশীল হতে পারে তার জন্য বিভিন্ন প্রকল্প প্রদান করেন। তাই মহিলাদের জন্য আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে । কারা এই আনন্দধারা প্রকল্পের অধীনস্থ আছেন ? কিভাবে আনন্দধারা প্রকল্পে যুক্ত হওয়া যায়? আনন্দধারা প্রকল্পের সুবিধাবলী? ইত্যাদি সমস্ত তথ্যের সঠিক সমাধান নিয়ে আজকের এই প্রতিবেদন। তাই সকল প্রার্থীদের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে অধ্যায়ন করতে হবে।

(Anandadhara Scheme 2025)

প্রতিবছরের মতো এবছরও রাজ্য সরকারের তরফে আনন্দধারা প্রকল্পের সুবিধা মিলবে। রাজ্যের প্রতিটি মহিলারা নিজেরা যাতে স্বনির্ভরশীল হতে পারে বা পায়ে দাঁড়াতে (Anandadhara News 2025) পারে তার জন্য বিভিন্ন গোষ্ঠী করেছেন রাজ্য সরকার।

এই গোষ্ঠী থেকে মহিলা প্রার্থীরা যেকোনো কাজে যুক্ত হতে পারবেন। এর জন্য রাজ্য সরকারের তরফে মহিলাদের বাড়িতে বসে নিজেদের প্রতিভাশীল কাজ যেমন হোম মেড খাবার, সেলাই, বিভিন্ন পণ্য তৈরি দ্বারা টাকা উপার্জন করতে পারবে।

আনন্দধারা প্রকল্প কি ?

রাজ্যে চালু থাকা বিভিন্ন প্রকল্পের মধ্যে আনন্দধারা প্রকল্প হলো মহিলাদের জন্য চালু করা এই গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্প থেকেই রাজ্যের স্বনির্ভরশীল গোষ্ঠীর মহিলারা হোম মেড খাবার তৈরি, বিভিন্ন পণ্য তৈরি, কাপড় ও জামা সেলাই ইত্যাদি কাজের দ্রব্য সরকারি ভাবে বিক্রি করে টাকা উপার্জন করতে পারবে।

রাজ্যের বেকারদের জন্য খুশির খবর, প্রতিমাসে ১০,০০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার।

প্রতিবছর এই রাজ্যের যেকোন জায়গায় আনন্দধারা প্রকল্পে যুক্ত মহিলাদের তৈরী পণ্য বিক্রয়ের মেলা অনুষ্ঠিত হয়। আনন্দধারা প্রকল্পের মাধ্যমে ২০২৪ সালে ২১ টি মেলা বসেছিল। গতবছর এই ২১টি মেলা থেকে আনন্দ ধারায় যুক্ত প্রার্থীরা ১২.২১ কোটি টাকায় নিজেদের পণ্য বিক্রি করেছিল ।

প্রতিবছরের মতো এবছর রাজ্য সরকারের পরিচালনায় রাজ্যে দেশবন্ধু পার্কে ১০ ই জানুয়ারি ও পার্কসার্কাস ময়দানে ২৪ জানুয়ারি এই দুইদিন আনন্দধারা মেলা বসবে। রাজ্যের স্বনির্ভরশীল গোষ্ঠীর মহিলা প্রার্থীদের তৈরি বিভিন্ন পণ্য এই মেলাতে বিক্রয় করতে পারবে। স্বনির্ভরশীল গোষ্ঠীর তৈরী পণ্যগুলি অন্য রাজ্যের মেলায় বিক্রির (Anandadhara Scheme 2025) সুবিধা পাবে। বিভিন্ন ধরনের প্রকল্পের আপডেট ও বিভিন্ন রকম চাকরির পরীক্ষার আপডেট  সবার আগে সবার প্রথম পেতে অবশ্যই আমাদের এই ওয়েবসাইটটি আপনারা প্রতিনিয়ত ফলো করতে পারেন এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন।

বাংলা আবাস যোজনায় ফাইনাল লিস্ট দেখুন, আপনার নাম আছে কি না দেখুন।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা।  এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা  কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।