March Month Government Holiday List – ছুটিতে ভরা মার্চ মাস! স্কুল, কলেজ অফিস বন্ধ থাকবে কবে? জানুন বিস্তারিত।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

March Month Government Holiday List – আমরা সকলেই যেকোনো মাসের শুরুতে ছুটির তালিকা (Holiday List 2025) দেখে নিই। মূলত অতিরিক্ত ব্যস্ত থাকার জন্য আমরা প্রথমে হলিডে লিস্ট দেখে নিজেদের কাজ অথবা ঘোরার প্ল্যান করে নিই। এই বছর জানুয়ারিতে ভালো ছুটি ছিল কিন্তু ফেব্রুয়ারিতে খুব একটা ছুটি ছিলনা।

জেনে নিন মার্চের ছুটির তালিকা

এই মাসে বেশি ছুটি থাকছে। তবে শুধু স্কুল, কলেজই নয় রাজ্যের সরকারি কর্মীদেরও ছুটি থাকছে। চলুন জেনে নিই ছুটির তালিকা। মাসের শুরুতে তেমন ছুটি নেই কিন্তু মাঝে ও শেষে ছুটি রয়েছে। যদিও জায়গা হিসেবে ছুটি আলাদা আলাদা হতেই পারে।

পশ্চিমবঙ্গে কবে কবে সরকারি ছুটি থাকছে ?

এই মাসে দোল যাত্রা, হোলি, ঈদ উল ফিতর ও রবিবারগুলোতে ছুটি থাকছে। আবার কিছু কিছু সপ্তাহে শনিবার এবং রবিবার মিলিয়ে টানা অনেকদিন ছুটি পাচ্ছেন ছাত্র-ছাত্রীরা ও রাজ্য কর্মীরা। জেনে নিন কবে কবে ছুটি রয়েছে ও কীভাবে আপনি আপনার সুবিধা অনুযায়ী ঘোরার বা গুরুত্বপুর্ণ কাজ করার প্ল্যান করবেন।

পশ্চিমবঙ্গে কবে কবে সরকারি এবং উৎসবের ছুটির থাকছে ?

অনেক ক্ষেত্রে ছুটি থাকলেও পড়ুয়া ও শিক্ষকদের স্কুলে যেতেই হয়। তাই জানুন সবকিছু বিস্তারিত। মার্চ মাসে পাঁচটি শনিবার রয়েছে। অন্যদিকে ১৩ মার্চ দোলযাত্রা, ১৪ মার্চ হোলি, ২৮ মার্চ জামাত উল বিদার,৩১ মার্চ এবং ১ এপ্রিল ঈদের ছুটি রয়েছে। আবার দোলযাত্রা শুক্রবার, হোলি শনিবার ও তারপর রবিবার যারজন্য পরপর তিনদিন ছুটি থাকছে।

অন্যদিকে ৩০ তারিখ রবিবার এবং ৩১ তারিখ, ১ এপ্রিল ঈদের জন্য টানা ছুটি থাকছে। তাই সেই বুঝে আপনি ঘোরার বা বিশ্রাম প্ল্যান করে নিতে পারেন। তবে উচ্চমাধ্যমিক পড়ুয়াদের পরীক্ষা কিন্তু চলবেই এই বন্ধের মধ্যেই।

মার্চের শুরুতে বেড়ে গেল LPG গ্যাসের দাম! জানুন আজকে গ্যাসের কতো দাম?