এক ধাক্কায় বাড়ছে বিদ্যুৎ বিল! কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্ত।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কেন্দ্রীয় সরকার দেশের বিদ্যুৎ ব্যবস্থায় বিশাল বদল আনছে। সূত্রে মতে জানা গিয়েছে নতুন বিদ্যুৎ বিল (Electricity bills) চালু করবে সরকার। যেটি নিয়ে ইতিমধ্যেই জনগণের মধ্যে বিবাদ শুরু হয়ে যায়। শুধু আম জনতাই নয় বিশেষজ্ঞরাও এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করছেন। তারা মনে করছে এতে এই নতুন বিল চালু হলে মানুষের বিলের বোঝা আরো বেড়ে যাবে। শুধু তাই নয় এরফলে রাজ্যের ক্ষমতাও খানিকটা কমে যাবে। যার ফলে পুরো দেশে এই নিয়ে অস্থিরতা বেড়ে গিয়েছে।

কেন এই নতুন বিল নিয়ে দুশ্চিন্তায় আছে জনগণ ?

এই নতুন বিল নিয়ে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন ও অন্যান্য সংস্থাগুলো চিন্তায় পড়েছে। কারণ এই বিল যদি চালু হয় তাহলে বেসরকারি সংস্থাগুলোর দাপট বেড়ে যাবে। শুধু তাই নয় বিদ্যুৎ পরিষেবারও বেসরকারি করণ হয়ে যেতে পারে। এরজন্য আম জনতাকে বিদ্যুতের অনেক মাশুল দিতে হবে।

২০০০ টাকার নোট কি বাতিল হবে ? বড় আপডেট রিজার্ভ ব্যাংকের তরফে থেকে।

নতুন বিদ্যুৎ বিল কী কী বদল নিয়ে আসছে ?

নতুন বিল পাস হলে যেগুলো পরিবর্তন হবে –

• যেহেতু বেসরকারি সংস্থাগুলোর দাপট বাড়তে পারে তাই তারা বাজারের নিয়ম অনুযায়ী বিদ্যুত মাশুল ঠিক করবে। তাই হয়তো বিদ্যুত মাশুল বেড়ে যাবে।
• এরফলে রাজ্য সরকারের বিদ্যুৎ ভর্তুকি কমানোর সম্ভাবনা রয়েছে। এতে কিন্তু বাড়বে গরীব ও মধ্যবিত্ত মানুষদের উপর আর্থিক চাপ।
• এতে বিভিন্ন সরকারি বিদ্যুৎ সংস্থার আর্থিক অবস্থা কমজোর হয়ে যেতে পারে। কারণ তারা বেসরকারি সংস্থাগুলোর সাথে লড়তে পারবে না।
• এছাড়াও কমে যাবে বিদ্যুতের সুবিধাও।

এই বিল নিয়ে শুরু হয়ে গিয়েছে মতবিরোধ

ইতিমধ্যেই এই নতুন বিল নিয়ে দেশের রাজধানী দিল্লিতে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের বিক্ষোভ। এই সংগঠনের অফিস সম্পাদক জানিয়েছেন এই বিল যদি চালু হয় তাহলে সাধারণ মানুষেরা খুব অসুবিধায় পড়বে।

এখন যদিও রাজ্য সরকারের ভর্তুকি বিদ্যুতের দাম কমিয়ে দেয়। কিন্তু এই বিল চালু হলে রাজ্য সরকার আর কিছু করতে পারবে না। তাই বিদ্যুৎ বিল খুব বেড়ে যাবে। এতে সাধারণ মানুষ খুব বিপদে পড়বে।

কারণ বিদ্যুৎ বিল খুব বেড়ে যাবে এবং এতে জনগণের পকেটে টান পড়বে। যদিও কেন্দ্রীয় সরকার এই নতুন বিল নিয়ে কিছু জানায়নি। কিন্তু যদি এটি চালু হয়ে যায় তাহলে সরকার সেটি সামলে উঠতে পারবে কিনা এটিই এখন দেখার বিষয়।

বেকারদের জন্য দারুণ সুযোগ, এই ট্রেনিং করলে দেওয়া হবে চাকরি ও সাথে থাকছে মোটা বেতন