PMEGP New Loan 2025 – বর্তমানে অনেকেই চাকরি না পেয়ে ব্যবসা করতে চাইছেন কিন্তু তাদের কাছে পুঁজি না থাকায় তারা ব্যবসায় এগুলোতে পারছেন না। সে সমস্ত তরুণ তরুণীদের জন্য কেন্দ্র সরকার নিয়ে এসেছে প্রধানমন্ত্রী রোজগার সৃজন যোজনা (PMEGP)। এই স্কিমের মাধ্যমে তাদেরকে খুব সহজে লোন ও সাবসিডি দেওয়া হবে যারা ছোট ছোট ব্যবসা করতে চান ও নিজের পায়ে দাঁড়াতে চান। যদিও আপনি চাকরি করতে চান না, ব্যবসা করতে চান তাহলে এই স্কিমটি আপনার জন্য উপযুক্ত। এবার চলুন এই প্রতিবেদনে এই স্কিমটির বিষয়ে বিস্তারিত জেনে নিই।
প্রধানমন্ত্রী রোজগার সৃজন যোজনা অর্থাৎ (PMEGP (Pradhan Mantri Emplyment Generatin Prgramme) হল কেন্দ্র সরকারের একটি ফ্ল্যাগশিপ স্কিম যেটি মূলত খুচরা ব্যবসা, ম্যানুফ্যাকচারিং ইউনিট, সার্ভিস সেন্টার ইত্যাদি খোলার জন্য লোন এবং সাবসিডি দিয়ে থাকে। এটির মাধ্যমে দেশের প্রতিটি বেকার যুবক-যুবতীরা খুব সহজেই লোন নিয়ে নিজেদের ব্যবসা শুরু করতে পারবেন।
কারা কারা এই স্কিমে আবেদন করতে পারবেন ?
✅ যদি আপনার বয়স ১৮ বছরের বেশি হয়ে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন।
✅ এখানে আবেদন করতে হলে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ করতে হবে।
✅ যারা কোনরকম সরকারি সাবসিডি নেয়নি তারাই এখানে আবেদন জানাতে পারবেন।
এক প্রশ্ন হল এখানে কত টাকা করে লোন এবং সাবসিডি দেওয়া হবে?
✅ যদি আপনি জেনারেল ক্যাটাগরির অন্তর্গত হয়ে থাকেন তাহলে আপনি ১৫%-২৫% পর্যন্ত সাবসিডি পেয়ে যাবেন।
✅ যদি আপনি এসসি/এসটি/মহিলা/প্রতিবন্ধী/পাহাড়ি এলাকার অন্তর্ভুক্ত হন তাহলে আপনি ২৫%-৩৫% পর্যন্ত সাবসিডি পেয়ে যাবেন।
এই স্কিমের ম্যাক্সিমাম প্রজেক্ট কস্ট কতো ?
☛ এই স্কিমে ম্যানুফ্যাকচারিং ইউনিটের জন্য ২৫ লাখ টাকা, সার্ভিস ইউনিটের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়েছে।
আপনি কী কী ব্যবসা শুরু করতে পারবেন এই স্কিমের অধীনে ?
☛ এই স্কিমের অধীনে আপনি ইলেকট্রনিক্স রিপেয়ারিং সেন্টার, সেলাই-ফিনিশিং সেন্টা, মোবাইল সার্ভিসিং সেন্টার, গ্রোসারি শপ, মাটির পাত্র বা হস্তশিল্পের কাজ, ছোট স্কেলে খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট ইত্যাদি ব্যবসা খুলোতে পারবেন।
বেকারদের জন্য কেন এটি খুব উপকারী ?
☛ এই স্কিমে সহজে ব্যাঙ্ক লোন পাওয়া যাবে, সাবসিডির জন্য ঋণের বোঝা কম থাকবে, নিজেদের ইচ্ছে মতো ব্যবসা করার স্বাধীনতা, সরকারী প্রশিক্ষণ নেওয়ার সুযোগ এতে ব্যবসা চালানোর দক্ষতা বৃদ্ধি পাবে ও স্বনির্ভর হওয়ার পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থান দেওয়ার সুযোগ রয়েছে।
এখানে কীভাবে আবেদন করবেন ?
☛ এখানে আবেদন করার জন্য প্রথমে আপনাকে PMEGP -এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
☛ আধার, ব্যাংক একাউন্ট, প্রজেক্ট রিপোর্ট এগুলোর মতো প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে।
☛এরপর সাবমিট করে স্থানীয় KVIC অফিস অথবা ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে।
☛ আবেদন যখন যাচাই করা হয়ে যাবে তখন আপনাকে ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে হবে। সেটি শেষ হয়ে গেলেই আপনার আবেদন অনুযায়ী লোন ও সাবসিডি প্রসেস করা হবে।
এই স্কিমটি হল মূলত তাদের জন্য যারা চাকরির জন্য চেষ্টা করেও চাকরি পাচ্ছেন না। সরকার এই উদ্যোগটি দেশের সমস্ত বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করার জন্যই চালু করেছে। তাই আর দেরি না করে আজই নিজের দক্ষতা অনুযায়ী ব্যবসার আইডিয়া ঠিক করে অনলাইনে আবেদন করে ফেলুন ও নিজেকে স্বনির্ভর করে ফেলুন।
মাত্র ৫৪৯৯ টাকায় পাওয়া যাবে জিও এসি! আজি নিয়েও আসুন বাড়িতে।