JIO New Plan 2025 – ৮৪ দিন পর্যন্ত সব ফ্রি ? জিও-র অবিশ্বাস্য রিচার্জ প্ল্যান!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এখনকার ডিজিটাল যুগে মোবাইল ছাড়া একটা মুহূর্তও ভাবা যায়না। মোবাইলে তথ্য খোঁজা থেকে কল করা, সিরিজ দেখা সবই হয়ে থাকে। এগুলো সবই সম্ভব হয় ভালো একটি আনলিমিটেড রিচার্জ প্ল্যানের জন্য। কারণ ভালো রিচার্জ হলেই এগুলো কাজ অনায়াসেই করা যাবে। আর Jio আনলিমিটেট প্ল্যানের ক্ষেত্রে অন্যান্য টেলিকম সংস্থাকে টেক্কা দিয়ে দিয়েছে।

জিও গ্রাহকদের জন্য ৮৪ দিনের মোবাইল আনলিমিটেড প্ল্যান নিয়ে এসেছে যেটি যেমন সাশ্রয়ী তেমনি কলিং,ডেটা, SMS এমনকি OTT সাবস্ক্রিপশন ও দিচ্ছে। চলুন এবার এই প্ল্যানটির বিষয়ে জেনে নিই বিস্তারিত।

 জিও-র ৮৪ দিনের প্ল্যানে কী কী সুবিধা রয়েছে ?

👉এই রিচার্জটি একবার করলেই সেটি তিন মাস ধরে আনলিমিটেড ব্যবহার করা যাবে।

👉এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন আনলিমিটেড কলিং ও পর্যাপ্ত ডেটা দেওয়া হয়।

👉এছাড়া জিও Cinema, JioTV এবং Hotstar-এর মত OTT পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে।

মাত্র ৫৪৯৯ টাকায় পাওয়া যাবে জিও এসি! আজি নিয়েও আসুন বাড়িতে।

জিও-তে ৩টি ৮৪ দিনের রিচার্জ প্ল্যান রয়েছে

👉একটি হল ৭৯৯ টাকার যেটি প্রতিদিন ১.৫ জিবি আনলিমিটেড ডেটা, ১০০ টি এসএমএস ও Hotstar সাবস্ক্রিপশন দেয় ৮৪ দিনের জন্য।

👉আরেকটি হল ৮৫৯ টাকার যেটি ২ জিবি আনলিমিটেড ডেটা, ১০০ টি এসএমএস ও Hotstar ও JioTV সাবস্ক্রিপশন দেয়।

👉তৃতীয়টি হল ৮৮৯ টাকার এটিও ১.৫ জিবি ডেটা ও ১০০ টি এসএমএসের সুবিধা দেয়।

কোন গ্রাহকদের জন্য কোন প্ল্যানটি উপযুক্ত ?

যারা কম ডেটা ব্যবহার করেন তাদের জন্য ৭৯৯ টাকার প্ল্যানটি যথেষ্ট। অন্যদিকে যারা ওভারঅল ব্যালেন্সড ডেটা ব্যবহার করেন তাদের জন্য ৮৫৯ টাকার প্ল্যানটি ও OTT ও মিউজিকপ্রেমী যারা তাদের যিনি ৮৮৯ টাকার প্ল্যানটি উপযুক্ত।

এবার আসি এই রিচার্জগুলো। কীভাবে করবেন সেই বিষয়ে। এই রিচার্জগুলো করতে MyJio অ্যাপ বা Jio.com এর ওয়েবসাইটে গিয়ে আপনার নম্বর দিয়ে লগ ইন করতে হবে তারপর নিজের পছন্দ মতো প্ল্যান বাছাই করে রিচার্জ করতে হবে। এছাড়াও PhonePe, Google Pay, Paytm-এর মতো UPI অ্যাপেও এই প্ল্যানগুলোর রিচার্জ করতে পারবেন।

আপনার ব্যবসার জন্য ২৫ লাখ, জানুন আবেদনের পদ্ধতি।

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com