জুলাইয়ের চমক! সরকারি কর্মীদের বেতন কি এবার ডবল ? – WB DA Update 2025

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB DA Update 2025 – আপনি কি রাজ্য সরকারের কর্মী? তাহলে আপনার জন্য দারুণ সুখবর রয়েছে। এই জুলাই মাসে সরকারি কর্মীদের ডবল টাকা দিতে চলেছে সরকার অর্থাৎ এই মাসে কর্মীরা দুবার বেতন পেতে চলেছে। এরজন্যই সরকারি কর্মীরা খুব খুশি।

কিছুদিন সেই সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে ২৫% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল এবার সেই টাকাই দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। ২৭ জুনের মধ্যেই সেটি দেওয়া হবে বলে ঘোষণা করেছে সরকার। এরজন্য রাজ্যের প্রতিটি দপ্তর নির্দিষ্ট কর্মীদের তালিকা তৈরি করছে বলে জানা গিয়েছে। এবার চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই।

কীভাবে ডিএ দেওয়া হবে ?

এই ডিএ ধাপে ধাপে মিটিয়ে দেবে সরকার। যদিও এই নিয়ে সরকার আলাদা করে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। কিন্তু অনেকেই দাবি করছে বেতন ও ডিএ একসঙ্গে দেওয়া হতে পারে। সুতরাং একমাসে দুবার বেতনের মতো টাকা পাওয়া যেতে পারে।

জুলাই শুরুতেই ৪ বড় পরিবর্তন, সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে।

কারা কারা এই অর্থটি পাবেন ?

এই ডিএ এর অর্থ রাজ্যের সমস্ত গ্রুপ A, B এবং C ক্যাটাগরির কর্মীদের দেওয়া হবে। শুধু তাই নয় শিক্ষক, স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মী এবং অন্যান্য রাজ্য সরকারি কর্মীদেরও এই অর্থটি দেওয়া হবে বলে জানা গিয়েছে।অন্যদিকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে রাজ্যের সকল সরকারি চাকরি করা মানুষের তাদের পরিশ্রমের মূল্য পাওয়ার অধিকার রয়েছে। এরজন্যই ২৫% ডিএ খুব শীঘ্রই কর্মীদের দিয়ে দেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করেছে।

কবে দেওয়া হবে এই টাকাটি ?

জানা গিয়েছে জুন মাসের ২৭ জুন তারিখে এই বকেয়া ডিএ-এর প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে কোর্ট। তাই ১ জুলাইয়ের থেকে বেতন মিটিয়ে দেওয়ার কাজ শুরু হবে অর্থাৎ জুনের শেষের দিকে অথবা জুলাইয়ের শুরুতে এই টাকাটি মিটিয়ে দেওয়া হবে।

কর্মীদের কত টাকা করে দেওয়া হবে ?

যেহেতু কর্মীদের মূল বেতনের উপরই ডিএ নির্ভর করে। ২৫% ডিএ তাদের মূল বেতন অনুযায়ী পরিবর্তন হয়। যেমন কেউ কেউ ১০,০০০ টাকা তো কেউ কেউ ৩০,০০০ টাকা ডিএ অথবা তার বেশিও ডিএ পেতে পারেন। যদি আপনার বেতন ৩০,০০০ হয় তাহলে আপনি ৭,৫০০ টাকা , ৪০,০০০ হলে ১০,০০০ ও ৬০,০০০ হলে ১৫,০০০ টাকা পাবেন।

এরজন্য অবশ্যই কর্মীরা WBIFMS এর পোর্টালে গিয়ে নিজের নিজের বেতন ও ডিএ স্ট্যাটাস দেখে নিতে পারবেন। এছাড়া HRMS তে লগইন করেও এই আপডেট দেখে নিতে পারবেন। চাইলে আপনি দপ্তরের ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারের সঙ্গেও এ বিষয়ে কথা বলতে পারেন

বাজেট ফ্রেন্ডলি ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছে TVS! কেমন ফিচার দেখুন এখনই

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com