Oppo Find X8 Ultra: এই বছরের এপ্রিল মাসে Oppo Find X8 Ultra লঞ্চ হয়েছিল চীন ও গ্লোবাল মার্কেটে। এতে রয়েছে অত্যাধুনিক ডিসপ্লে, বিশাল বড় ব্যাটারি ও ফাস্ট প্রসেসর যার জন্য ফোনটিকে দারুণ পছন্দ করছেন গ্রাহকরা। ইতিমধ্যেই বিশ্বের জনপ্রিয় ক্যামেরা পারফরম্যান্স পরীক্ষা করা সংস্থা DXOMARK এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স পরীক্ষা করেছে তাদের নতুন প্রোটোকল Camera V6 এর সাহায্যে। এবার চলুন ফোনটি সেই পরীক্ষায় পাশ হল না ফেল হল জেনে নিই।
পরীক্ষায় সেরা রেজাল্ট দিয়েছে Oppo Find X8 Ultra
Oppo Find X8 Ultra এই ফোনটিতে রয়েছে চারটি ৫০ মেগাপিক্সেলের ৪ টি ক্যামেরা। এগুলি মূলত প্রাইমারি ক্যামেরা, আল্ট্রা ওয়াইড লেন্স, শর্ট টেলিফটো ক্যামেরা এবং লং টেলিফটো ক্যামেরা। এটির ক্যামেরা সেটআপ যেমন ভালো তেমনি এটির প্রতিফলন বাস্তবেও দেখা যায় কারণ DXOMARK-এর পরীক্ষায় Oppo এর ফোনটি ১৬৯ প্লাস গোল্ড লেভেল স্কোরের সঙ্গে প্রথম স্থান অর্জন করে নিয়েছে।
মাত্র ৫৪৯৯ টাকায় পাওয়া যাবে জিও এসি! আজি নিয়েও আসুন বাড়িতে।
এই পরীক্ষায় দেখা গিয়েছে Oppo Find X8 Ultra ফোনটি পোর্ট্রেট মোডে তার সেরা পারফরম্যান্স দেয়। এটির বোকে ইফেক্ট খুবই নিখুঁত। ফোনটির ফটো এবং ভিডিও দুটির এক্সপোজারই খুব ভালো শুধু তাই নয় ফোনটির HDR ফিচারও খুব দক্ষভাবে কাজ করে। এটির ক্যামেরাগুলো বিভিন্ন আলোয় তার সঠিক রঙ ধরে রাখতে পারে। এছাড়া এটির ক্যামেরা ছবির খুঁটিনাটিও ধরে রাখতে পারে।
কিছু সমস্যাও রয়েছে ফোনটিতে
Oppo Find X8 Ultra এর অটোফোকাসও খুব স্পষ্টভাবে কাজ করে। শুধু তাই নয় ক্যামেরার জুম পারফরম্যান্সও যথেষ্ট ভালো। কিন্তু এই পরীক্ষায় কিছু সমস্যাও দেখা গিয়েছে। মোশন সম্পর্কিত দৃশ্যে, রঙের হালকা অস্থিরতা ও ইমেজ আর্টিফ্যাক্ট যেমন ঘোস্টিং বা ফিউশন সমস্যা ইত্যাদিতে সমস্যা দেখা গেছে।