WB Asha Karmi Vacancy 2025 – মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ, বয়স সীমা ২২ থেকে সর্বোচ্চ ৪০।

WB Asha Karmi Vacancy 2025 – চাকরির বাজারে বড় সুযোগ। বেকারত্বের দিন শেষ। হাওড়া জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে আশা কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই এখানে আবেদন করা যাবে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে ? বয়স সীমা কি থাকছে ? মাসিক বেতন কত হবে ? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | জেলা ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি হাওড়া |
পদের নাম | আশা কর্মী |
মোট শূন্যপদ | ২৫ |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদনের শেষ তারিখ | ৩১/০৭/২০২৫ |
পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – আশা কর্মী ।
২) এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে তার শূন্যপদ হচ্ছে ২৫।
বয়স সীমা ও বেতন
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।
২) উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে কত টাকা কি প্রদান করা হবে তা সংস্থার বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে তার সঙ্গে অবশ্যই এখানে আবেদন করা যাবে। এছাড়া প্রার্থীদের আরো কিছু অন্যান্য যোগ্যতাও লাগছে সেগুলো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
www.healthyhowrah.org পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই যোগ্যতা যাচাই করা হবে আর তার ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া আলাদা করে কোন রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ এর মাধ্যমে এখানে কোন রকম নিয়োগ হবে না।
আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে ?
১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
২) মাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৫) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
কি ভাবে আবেদন করতে হবে ?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদনের শেষ তারিখ : ৩১/০৭/২০২৫
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | www.healthyhowrah.org |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
মাধ্যমিক পাশে কেন্দ্র কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১৮,৯৯৩ টাকা
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।