SBI New Recruitment 2025: স্টেট ব্যাঙ্কে আবারও কর্মী নিয়োগ, বয়সসীমা ২৫ থেকে সর্বোচ্চ ৫৫

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SBI New Recruitment 2025 : সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় এখানে কর্মী নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করতে হবে? বয়স সীমা কত? বেতন কত দেওয়া হবে? চলুন এগুলো বিষয়ে বিস্তারিত জেনে নিই।

নিয়োগ সংস্থাস্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) 
পদের নামVarious
মোট শূন্যপদ৩৩ টি।
আবেদন মাধ্যমইন্টারভিউ।
ইন্টারভিউ তারিখ ৩১-০৭-২০২৫

পদের নাম ও শূন্যপদ

১) এখানে ব্যাংক জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং ডেপুটি ম্যানেজার পদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।

২) এখানে মোট ৩৩ টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।

বয়স সীমা ও মাসিক বেতন

সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)  এর এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৫ থেকে ৫৫ বছরের মধ্যে।  এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।  এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।এই পদগুলোতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে। এই পদে নিযুক্ত প্রার্থীরা বাৎসরিক এক কোটি টাকা পর্যন্ত বেতন পাবেন। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

জেনারেল ম্যানেজারপদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনীয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি/ ইনফরমেশন সিকিউরিটি/ ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ সফটওয়ার ইঞ্জিনীয়ারিং নিয়ে BE/B.Tech/ MCA/ M. Tech/ M.Sc.পাশ করতে হবে। এছাড়া এর সমতুল্য ডিগ্রি থাকলেও এই পদে আবেদন করা যাবে।

অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টের পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫০% নম্বর নিয়ে কম্পিউটার সায়েন্স/ সফটওয়ার ইঞ্জিনীয়ারিং/ IT / ইলেকট্রনিক্স এ BE/B.Tech পাশ করতে হবে। এছাড়া এর সমতুল্য ডিগ্রি থাকলেও এই পদে আবেদন করা যাবে।

ডেপুটি ম্যানেজারের পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫০% নম্বর নিয়ে কম্পিউটার সায়েন্স/ সফটওয়ার ইঞ্জিনীয়ারিং/ IT / ইলেকট্রনিক্স এ B.E. / B.Tech পাশ করতে হবে।এছাড়া এর সমতুল্য ডিগ্রি থাকলেও এই পদে আবেদন করা যাবে। এছাড়া যlদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হয় তাহলে আপনাকে অবশ্যই সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) -এর অফিসিয়াল ওয়েবসাইট https://bank.sbi/web/careers/current-openings  যেতে হবে।

কোন ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ?

এই বিজ্ঞপ্তিটি https://bank.sbi/web/careers/current-openings এ প্রকাশিত হয়েছে। তাই এখানে আবেদন করার আগে অবশ্যই এই পোর্টালে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে জেনে বুঝে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

এই পদগুলোতে প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ডেপুটি ম্যানেজারের পদ ছাড়া বাকি দুটি পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে প্রার্থীদের। পাঁচ বছর ও তিন বছরের জন্য নিয়োগ করা হবে প্রার্থীদের। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে হবে।

এখানে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগছে ?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড,
২) মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/ স্নাতকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) ব্রিফ রিজিউম
৬) PwBD সার্টিফিকেট,
৭) Form-16/Offer Letter/Latest Salary slip from current employer (PDF)
৮) No Objection Certificate (If applicable) (PDF)
৯) CTC Negotiation form (Duly filled, Signed & Scanned in PDF- Available at Bank’s career website).
১০) Biodata Form (Duly filled, Signed & Scanned in PDF- Available atthe bank’s career website under the advertisement).
১১) Form-16 / ITR / Form 26AS & latest 3 month’s Salary Slips along with CTC form.

কীভাবে আবেদন করবেন এখানে ?

এখানে যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তাই:-

• স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) -এর অফিসিয়াল ওয়েবসাইট https://bank.sbi/web/careers/current-openings এ যেতে হবে। 

• তারপর সেখানে গিয়ে মোবাইল নম্বর, ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

• তারপর সঠিকভাবে ফর্ম পূরণ করতে হবে এবং সকল ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে দিতে হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।

আবেদন ফি

এখানে সাধারণ / OBC/ EWS প্রার্থীদের জন্য ৭৫০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। এছাড়া SC/ST/EWS প্রতিবন্ধী প্রার্থীদের কোনরকম আবেদন ফি লাগবে না তারা বিনামূল্যে এখানে আবেদন করতে পারবে।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদনের শেষ তারিখ : ৩১/০৭/২০২৫

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটbank.sbi
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

কেন্দ্রের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১২০০০ টাকা। 

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com