Science City New Recruitment – কলকাতা সায়েন্স সিটি চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গ্র্যাজুয়েশন পাশ করলেই এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করতে হবে? বয়স সীমা কত? বেতন কত দেওয়া হবে? চলুন এগুলো বিষয়ে বিস্তারিত জেনে নিই।
নিয়োগ সংস্থা | কলকাতা সায়েন্স সিটি |
পদের নাম | সহকারি পাবলিক রিলেশন এক্সিকিউটিভ। |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অফলাইন |
ইন্টারভিউ তারিখ | ২০-৭-২০২৫ |
পদের নাম ও শূন্যপদ
১) এখানে সহকারি পাবলিক রিলেশন এক্সিকিউটিভের পদে প্রার্থী নিয়োগ করা হচ্ছে।
২) এখানে মোট ১ টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।
বয়স সীমা ও মাসিক বেতন
কলকাতা সায়েন্স সিটি এই পদটিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
এই পদটিতে নির্বাচিত প্রার্থীদের ৩৫,০০০ টাকা করে মাসিক বেতন দেওয়া হবে। যেহেতু এটি চুক্তি ভিত্তিক কাজ তাই সেই হিসেবেই ৩৫,০০০ টাকা দেওয়া হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণ জ্ঞাপন বিষয় নিয়ে স্নাতকোত্তর পাশ করতে হবে। যদি আপনার কাছে এই বিষয়ের স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি থাকে তাহলেও আপনি এখানে আবেদন করতে পারবেন।এছাড়া থাকতে হবে এই বিষয়ে কাজের অভিজ্ঞতাও। যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হয় তাহলে আপনাকে অবশ্যই কোচবিহার ব্লক ডেভেলপমেন্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট https://sciencecitykolkata.org.in/ যেতে হবে।
কোন ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ?
এই বিজ্ঞপ্তিটি sciencecitykolkata.org.i এ প্রকাশিত হয়েছে। তাই এখানে আবেদন করার আগে অবশ্যই এই পোর্টালে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে জেনে বুঝে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
এই পদগুলোতে প্রার্থীদের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে হবে।
এখানে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগছে ?
১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড,
২) মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো।
কীভাবে আবেদন করবেন এখানে ?
এখানে যেহেতু প্রার্থীদের অফলাইনের মাধ্যমে নির্বাচন করা হবে –
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না।সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদন পত্রটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সে গুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এছাড়া আরো বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে ইন্টারভিউ দিতে যাবেন।
এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।
আবেদন ফি
এখানে আবেদন করার জন্য আবেদনকারীদের কোনরকম আবেদন ফি লাগবে কিনা সেটা জানানো হয়নি। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা
Controller of Administration, Science City, JBS Haldane Avenue, Kolkata – 700 046
গুরুত্বপূর্ন তারিখ
আবেদনের শেষ তারিখ : ২০/০৭/২০২৫
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | sciencecitykolkata.org.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF + Application From | Download Now |
কেন্দ্রীয় সরকারি অফিসে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস যোগ্যতায়
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।