Dearness Allowance Update – অনেকদিন পর রাজ্য সরকারের কর্মীরা তাদের বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে একটি স্বস্তির খবর পেল। গরমের ছুটি ও রাজ্যের আবেদনের পর এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। এই বিষয়ে কর্মীদের পক্ষের আইনজীবী জানিয়েছেন এই মামলার রায় কর্মীদের পক্ষেই গিয়েছে আর সুপ্রিম কোর্টেও তাই হবে। শুধু তাই নয় শীর্ষ আদালত এই বিষয় নিয়ে কড়া আদেশ জারী করবে ও খুব শীঘ্রই কর্মীদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেবে।
পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার শুনানি নিয়ে নতুন খবর জানা গিয়েছে। সূত্র মতে জানা গিয়েছে আগামী ৪ঠা আগস্ট, ২০২৫ তারিখে এই মামলার শুনানি হতে পারে। এই খবরটি শোনার পর থেকেই রাজ্যের কর্মচারীরা অল্প হলেও স্বস্তি পেয়েছে। চলুন সেই বিষয়ে বিস্তারিত জেনে নিই।
সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ৪ঠা আগস্টের শুনানির একটি অগ্রিম তালিকা প্রকাশ করে দিয়েছে। সেই তালিকায় প্রায় ৫০০ টির মতো মামলা রয়েছে যেখানে ডিএ মামলাটি রয়েছে ৬৯ নম্বরে। এই মামলাটির স্থান দেখেই বোঝা যাচ্ছে যে মামলাটি কতটা গুরুত্বপূর্ণ। তালিকার উচ্চস্থানে থাকায় এটির শুনানির সম্ভাবনাও অনেক। সুপ্রিম কোর্টের এই তালিকাটি প্রকাশ করার পর থেকেই রাজ্যের কর্মচারীদের মধ্যে উৎসাহ বেড়ে গিয়েছে। আশা করা হচ্ছে এইদিন মামলার নিষ্পত্তি হবে।
এই শুনানি কোন বেঞ্চে হবে ?
জানা এই মামলাটির শুনানি হতে চলেছে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার সমন্বিত বেঞ্চে। শুনানিটি সকাল ১১:০০ থেকে ১১:৩০-এর মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই বেঞ্চের বিচারপতিরা গুরুত্বপূর্ণ মামলার শুনানির অভিজ্ঞ বিচারপতি। এরজন্য কর্মচারীরা এই শুনানি থেকে ইতিবাচক ফলাফল পাওয়ার আশা করছেন। এই শুনানির উপর নির্ভর করে আছে লক্ষ লক্ষ কর্মীদের ভবিষ্যত।
যদিও বর্তমান DA মামলার স্ট্যাটাসে সিরিয়াল নম্বর দেখা যায়নি। যখন এটির মূল তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে তখনই সেটি স্পষ্ট হবে। এই মামলায় মোট বকেয়ার অন্তত ২৫% বকেয়া ডিএ এর মামালটি জড়িয়ে রয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরাম এই মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করছে।
শুধু তাই নয় সরকারি কর্মচারী পরিষদ ও সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলায় সংযুক্তি হওয়ার আবেদন করেছেন। এই সংগঠনগুলি কর্মচারীদের অধিকার আদায় করার জন্য সবসময় সক্রিয় থাকে। তাদের এই প্রচেষ্টাই এই মামলাটিকে গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে যাবে।
এই মামলাটি ১৭ টি কোর্টের মধ্যে এই মামলাটি ৬৯ নম্বরে তালিকাভুক্ত রয়েছে। এরজন্যই এই মামলাটির শুনানির সম্ভাবনা আরো বেড়েছে। এই বছর ১৬ মে এই মামলার শুনানি হয়েছিল ও এই মামলাটিকে ৪ঠা আগস্টের জন্য “টপ অফ দ্য বোর্ড” হিসেবে তালিকাভুক্ত করা হয়।
অন্যদিকে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা আশা করছেন এই শুনানির পর তারা তাদের বকেয়া ২৫% ডিএ পেয়ে যাবেন। শুধু তাই নয় রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের মতো ডিএ দিতে হবে। এটি কর্মচারীদের একটি মৌলিক অধিকার। তাই এখন তাদের সকলের নজর ৪ঠা আগস্টের শুনানির দিকে।
এই মামলা কেন এতটা গুরুত্বপূর্ণ ?
এই মামলাটি রাজ্যের কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি শুধু তাদের বকেয়া নয় এটি তাদের আর্থিক নিরাপত্তা। রাজ্যের কর্মচারী সংগঠনগুলো অনেকদিন ধরেই রাজ্য সরকারের বিরুদ্ধে এই বিষয় নিয়ে করছেন। সরকারি কর্মীরা মনে করেন, “এই মামলায় তাদের জয় নিশ্চিত একথা রাজ্য সরকার ও জানেন। বকেয়া ডিএ আজ হোক আর কাল, মেটাতেই হবে। এবার কাল বিলম্ব করে যতটা দেরি করা যায় আর কি।” এখন দেখা যাক ৪ঠা আগস্ট সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়।