WB Asha Karmi Recruitment 2025: রাজ্যে নতুন আশা কর্মী নিয়োগ করা হচ্ছে! বয়স সীমা ২২ থেকে সর্বোচ্চ ৪০। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB New Asha Karmi Recruitment 2025:সম্প্রতি হুগলী জেলার সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয় বিভিন্ন জেলায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে কর্মী নিয়োগ করা যাবে। এখানে আবেদন করতে হলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করতে হবে? বয়স সীমা কত? বেতন কত দেওয়া হবে? কোন কোন পদে কর্মী নেওয়া হচ্ছে চলুন এগুলো বিষয়ে বিস্তারিত জেনে নিই।

নিয়োগ সংস্থাজেলার সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়
পদের নামAccredited Social Health Activitist (ASHA)
মোট শূন্যপদ৬৩ টি
আবেদন মাধ্যমঅফলাইনে
আবেদনের শেষ তারিখ১৫/০৯/২০২৫

পদের নাম ও শূন্যপদ

১) Accredited Social Health Activitist (ASHA) আশা কর্মী-এর পদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।
২) এখানে মোট ৬৩ টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।

বয়স সীমা ও মাসিক বেতন

এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ০১/০১/২০৩৫ অনুযায়ী হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত প্রার্থীদের জন্য রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও। এই বিষয়ে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এই পদগুলোতে নির্বাচিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা (WB Asha Karmi Recruitment 2025)

Accredited Social Health Activitist (ASHA) আশা কর্মী এর পদে আবেদন করবার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড বা তার সমতুল্য প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়া যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হয় তাহলে আপনাকে অবশ্যই hooghly.nic.in -এর অফিসিয়াল যেতে হবে।

কোন ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ?

এই বিজ্ঞপ্তিটি hooghly.nic.in প্রকাশিত হয়েছে। তাই এখানে আবেদন করার আগে অবশ্যই এই পোর্টালে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে জেনে বুঝে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

এই পদগুলোতে ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে হবে।

এখানে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগছে ?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড( আবশ্যক)/ আধার কার্ড/ রেশন কার্ড/ প্যান কার্ড
২)  মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) ২ টি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো ও সিগনেচার
৫) কাস্ট সার্টিফিকেট ( যদি দরকার)

কীভাবে আবেদন করবেন এখানে ?

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদন পত্রটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সে গুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।

আবেদন ফি

এখানে আবেদন করার জন্য আবেদনকারীদের কোনরকম আবেদন ফি লাগবে কিনা সেটা জানানো হয়নি। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদনের শেষ তারিখ: ১৫/০৯/২০২৫

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটhooghly.nic.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
More DetailsClick Here

রাজ্যে স্বাস্থ দপ্তরে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ১১৮৮টি।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

Related Articles

Back to top button