WB Medical College Recruitment 2025 : ডেটা ম্যানেজারের পদে কর্মী নিচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ, মাসিক বেতন ২১,০০০ টাকা

WB Medical College Recruitment 2025 – সম্প্রতি বর্ধমান মেডিকেল কলেজ একটি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একাধিক শিক্ষাগত যোগ্যতায় এখানে কর্মী নিয়োগ করা যাবে। এখানে আবেদন করতে হলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করতে হবে? বয়স সীমা কত? বেতন কত দেওয়া হবে? কোন কোন পদে কর্মী নেওয়া হচ্ছে চলুন এগুলো বিষয়ে বিস্তারিত জেনে নিই ।
নিয়োগ সংস্থা | বর্ধমান মেডিকেল কলেজ |
পদের নাম | ডেটা ম্যানেজার। |
মোট শূন্যপদ | ১ টি। |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদনের শেষ তারিখ | ১০/০৯/২০২৫ |
পদের নাম ও শূন্যপদ
১) ডেটা ম্যানেজার (Data Manager)-এর পদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।
২) এখানে মোট ১ টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।
বয়স সীমা ও মাসিক বেতন (WB Medical College Recruitment 2025)
এই পদটিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স কত হতে হবে সেটি জানানো হয়নি। এই বিষয়ে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। যেহেতু এই পদটি কন্ট্রাক্টচুয়াল তাই এই পদটিতে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ২১,০০০ টাকা বেতন দেওয়া হবে। প্রার্থীদের ৩১/০৩/২০২৬ পর্যন্ত নিয়োগ করা হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করবার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা তার সমতুল্য প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করতে হবে। এছাড়াও প্রার্থীদের কম্পিউটারে ডিপ্লোমা/ সার্টিফিকেট থাকতে হবে। শুধু তাই নয় ডেটা ম্যানেজমেন্টে কাজ করার অভিজ্ঞতা ও হেলথে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হয় তাহলে আপনাকে অবশ্যই পূর্ব বর্ধমান জেলার অফিসিয়াল purbabardhaman.nic.in যেতে হবে।
কোন ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ?
এই বিজ্ঞপ্তিটি purbabardhaman.nic.in-এ প্রকাশিত হয়েছে। তাই এখানে আবেদন করার আগে অবশ্যই এই পোর্টালে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে জেনে বুঝে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
এই পদটিতে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে হবে।
এখানে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগছে ?
১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড,
২) মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো ও সিগনেচার
৫) কম্পিউটার সার্টিফিকেট
৬) অভিজ্ঞতার সার্টিফিকেট
৭) কাস্ট সার্টিফিকেট।
কীভাবে আবেদন করবেন এখানে ?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদন পত্রটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সে গুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।
আবেদন ফি
এখানে আবেদন করার জন্য আবেদনকারীদের কোনরকম আবেদন ফি লাগবে কিনা সেটা জানানো হয়নি। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা
Principal, Office of the Principal, Burdwan Medical College, Baburbag, Post-Rajbati, Purba Bardhaman, Pin-713104.
গুরুত্বপূর্ন তারিখ
আবেদনের শেষ তারিখ : ১০/০৯/২০২৫
য়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | purbabardhaman.nic.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
More Details | Click Here |
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।