WB Model School Jobs: জেলার স্কুলে কর্মী নিয়োগ করা হচ্ছে, কত শূন্যপদ ? কারা করতে পারবেন আবেদন ?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Model School Jobs – চাকরির বাজারে বড় সুযোগ। বেকারত্বের দিন শেষ। রাজ্যের ঝাড়গ্রাম জেলায় মডেল স্কুলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা ইন্টারভিউ মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে ? বয়স সীমা কি থাকছে ? মাসিক বেতন কত হবে ? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাJhargram Government Model School
পদের নামGuest Teacher
মোট শূন্যপদনিচে উল্লেখিত 
আবেদন মাধ্যমইন্টারভিউ 
ইন্টারভিউ তারিখ১০-০৯-২০২৫

পদের নাম 

এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Guest Teacher।

বয়স সীমা ও বেতন

১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।

২) এখানে স্কুলের বেতন পরিকাঠাম অনুযায়ী প্রতিমাসে বেতন প্রদান করা হবে তবে সংস্থার বিজ্ঞপ্তিতে বেতন সম্বন্ধে সেরকম কোন তথ্য উল্লেখ নেই।

শিক্ষাগত যোগ্যতা (WB Model School Jobs)

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এখানে প্রার্থীদের অবশ্যই রিটয়ার্ড স্কুল টিচার হতে হবে এছাড়া আরও অনেকগুলি তথ্য আছে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে আবেদন করতে পারে।


এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

jhargram.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে। 

আবেদন মুল্য কি আছে ?

এখানে কোন রকম আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে প্রার্থীরা আবেদন করতে পারবে।

আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে ?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড,
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) এছাড়া আর অন্যান্য,

কি ভাবে আবেদন করতে হবে ? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না। প্রার্থীদের নিজে থেকে একটি বায়োডাটা তৈরি করতে হবে সেখানে সমস্ত কিছু তথ্য উল্লেখ করতে হবে এবং যা যা ডকুমেন্টস আছে সেগুলোকে সেই বায়োডাটা সঙ্গে সংযুক্ত করে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে ইন্টারভিউ স্থানে চলে গেলে ইন্টারভিউ হয়ে যাবে। আরও বিস্তারিত ভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে ইন্টারভিউ দিতে যেতে পারেন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত
ইন্টারভিউ তারিখ ১০-০৯-২০২৫

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটjhargram.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

রাজ্যে স্বাস্থ দপ্তরে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ১১৮৮টি।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com