Poultry Farm Business Plan: ব্যবসা শুরু করুন পোল্ট্রি ফার্মের, সরকার দিচ্ছে ৫০ হাজার থেকে ৯ লাখ টাকার লোন, জানুন বিস্তারে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Poultry Farm Business Plan: এবার সরকারের সাহায্যে আপনি খুলতে পারবেন নিজের ব্যবসা। আজ আমরা এরকম একটি ব্যবসার কথা বলবো যেটি করার জন্য আপনি ৫০ হাজার থেকে ৯ লাখ টাকার ঋণ পেয়ে যাবেন। এই ব্যবসায়ে আপনি সরকারের টাকায় নিজের ব্যবসার মালিক হতে পারবেন। এই ব্যবসাটি তাদের জন্য যারা অনেকদিন ধরে টাকার অভাবে ব্যবসা শুরু করার কথা ভাবছেন।

ভারতে বর্তমানে কৃষি ও পশুপালনের সঙ্গে ক্ষুদ্র ব্যবসার গুরুত্বও বাড়ছে। এরমধ্যে মুরগি পালন একটি জনপ্রিয় ব্যবসা যেটি কম বিনিয়োগে করা যায় ও খুব কম সময়ে ভালো লাভ করা যায়। এই ব্যবসাকে আরো উন্নত করার জন্য সরকার একটি নতুন উদ্যোগ চালু করেছে। সেই উদ্যাগটির নাম পোল্ট্রি ফার্ম লোন স্কিম ২০২৫ আর এই উদ্যোগে আপনি পেয়ে যেতে পারেন ৫০ হাজার টাকা থেকে ৯ লাখ টাকার লোন।

গ্রামের দিকে বছরের প্রতিদিনই মুরগির ডিম ও মাংসের চাহিদা থাকে। তবে শহরেও এই চাহিদা বজায় রয়েছে। অন্যদিকে মুরগি পালন ব্যবসায় অবকাঠামো ও শ্রমিক খুব কম লাগে তাই এখানে আয় অনেক হয়। এই ব্যবসার আরেকটি সুবিধা হল আপনি সময়ে সময়ে এর উৎপাদন বাড়াতে পারবেন।

এই স্কিমটির আসল উদ্দেশ্য কী ?

১) গ্রামের সকল বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
২) ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিকভাবে সাহায্য করা।
৩) স্থানীয় বাজারে ডিম ও মাংসের চাহিদা পূরণ করা।
৪) গ্রামের অর্থনীতিকে আরো শক্তিশালী করা।

কতো টাকার লোন দেওয়া হবে ?

এই স্কিমের অধীনে উদ্যোক্তাদের ৫০,০০০ টাকা থেকে ৯,০০,০০০ টাকার লোন দেওয়া হবে। যদিও ব্যবসার আকার ও প্রয়োজনীয়তা, উদ্যোক্তাদের ক্রেডিট স্কোর, প্রোজেক্ট রিপোর্টার, ব্যাংকের অনুমোদন নীতি ইত্যাদির উপর নির্ভর করবে ঋণের পরিমাণ। যদি আপনার ক্রেডিট স্কোর ভালো হয় তাহলে আপনি খুব সহজেই লোন পেয়ে যাবেন।

এই স্কিমের শর্ত কী কী ?

এই স্কিমে বার্ষিক ৭.৫% সুদের হার নির্ধারিত করা হয়েছে যেটি বাজারের তুলনায় অনেক কম। এই স্কিমে আপনি কিস্তি মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে পরিশোধ করতে পারবেন। যদি আপনি সময়মতো কিস্তি দিয়ে দেন তাহলে আপনি অতিরিক্ত সুবিধা অথবা ভবিষ্যতে বেশি লোন নেওয়ার সুযোগ পাবেন।

এখন প্রশ্ন হল এখানে কারা কারা আবেদন করতে পারবেন। এরজন্য আপনাকে নীচে দেওয়া শর্তগুলো পূরণ করতে হবে:-

১) আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং গ্রামীণ এলাকায় বসবাস করতে হবে।
২) আপনার মুরগি পালনের প্রতি আগ্রহ থাকতে হবে অথবা যদি আপনার মুরগি পালন করার অভিজ্ঞতা থাকে তাহলেও আপনি এখানে আবেদন করতে পারবেন।
৩) এছাড়াও আপনাকে অর্থনৈতিকভাবে দুর্বল বা মধ্যবিত্ত পরিবারের সদস্য হতে হবে।
৪) শুধু তাই নয় আপনার কাছে নিজস্ব জমি থাকতে হবে পোল্ট্রি ফার্ম খোলার জন্য।
৫) এছাড়াও আপনাকে একটি সঠিক ও পূর্ণাঙ্গ প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হবে।

এই স্কিমের সুবিধা কী কী ?

১) এই স্কিমে বাজারের তুলনায় কম সুদে লোন দেওয়া হয়।
২) এছাড়াও এখানে খুব কম কাগজপত্র লাগে অর্থাৎ এখানে লোন খুব সহজেই পাওয়া যায়।
৩) এখানে উদ্যোক্তা থেকে অভিজ্ঞ ব্যবসায়ী সকলেই সমান সুযোগ পায়।
৪) এই স্কিমে ঝুঁকি খুব কম।
৫) এই স্কিমে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।

এখানে কীভাবে আবেদন করতে হবে ?

যদি আপনি অনলাইনে আবেদন করতে চান তাহলে আপনাকে আপনার নিকটবর্তী যেকোনো ব্যাংকের ওয়েবসাইটে যেতে হবে। তারপর “Agri Business Loan” বা “Poultry Farm Loan Scheme” বিভাগে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে আর প্রয়োজনীয় সকল কাগজপত্র যেমন পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ, প্রজেক্ট রিপোর্ট আপলোড করে দিতে হবে। এরপর আপনাকে অপেক্ষা করতে হবে ব্যাংকের পরবর্তী নির্দেশের জন্য।

অফলাইনে আবেদন করার জন্য আপনাকে যেতে হবে (Poultry Farm Business Plan) নিকটবর্তী ব্যাংকের শাখায় আর সেখানে গিয়ে এই স্কিম সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তারপর ফর্ম সংগ্রহ করে সেটি পূরণ করে সমস্ত ডকুমেন্ট জমা করতে হবে। এরপর আপনি ব্যাংক কর্মকর্তার সাথে দেখা করে এই বিষয়ে প্রজেক্ট রিপোর্ট ব্যাখ্যা করতে হবে।

কী কী ডকুমেন্ট লাগবে ?

১) আধার কার্ড অথবা ভোটার কার্ড
২) বাসিন্দা প্রমাণপত্র
৩) জমির মালিকানার কাগজপত্র
৪) ব্যবসার প্রজেক্ট রিপোর্ট
৫) ব্যাংক স্টেটমেন্ট
৬) পাসপোর্ট সাইজ ছবি

যখন আপনার লোন অনুমোদিত হয় যাবে তখন আপনাকে সেটিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। অর্থাৎ সেই টাকা দিয়ে আপনাকে খামারের শেড বানাতে হবে, মুরগি কিনতে ও তাদের খাবারের ব্যবস্থা করতে হবে, প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে হবে। এছাড়াও স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

তবে মনে রাখবেন প্রথমে ছোট থেকে শুরু করতে হবে অর্থাৎ প্রথমে অল্প মুরগি দিয়ে শুরু করতে হবে পরে আস্তে আস্তে তা বাড়াতে হবে। এছাড়া মুরগির স্বাস্থ্যও কিন্তু বজায় রাখতে হবে। শুধু তাই নয় আপনাকে প্রথমে বাজার নিশ্চিত করতে হবে। এরপর আপনাকে আয় ও খরচের সঠিক হিসেব রাখতে হবে। আপনি চাইলে স্থানীয় কৃষি দপ্তর বা প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েও এই বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন।

তাই এই নতুন স্কিমটি গ্রামের উদ্যোক্তাদের জন্য খুবই লাভজনক একটি সুযোগ। যদি আপনি কম সুদ, সহজ শর্ত ও সরকারি অনুমোদিত নিরাপদ অর্থায়নের সাহায্যে নিজের মুরগির খামার তৈরি করতে চান তাহলে এই স্কিমটি আপনার জন্য উপযুক্ত। এই স্কিমটির সাহায্যে আপনি খুব সহজেই মাসে মাসে হাজার হাজার টাকা আয় করতে পারবেন।

রাজ্যে স্বাস্থ দপ্তরে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ১১৮৮টি।

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com