Mid Cap Mutual Fund 2025 – কম টাকায় বড় লাভ! মিড ক্যাপ ফান্ডে দারুণ রিটার্ন, জানুন সাফল্যের চাবি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Mid Cap Mutual Fund 2025 – এক সময়ে এক লক্ষ টাকা রেখেছিলেন, আজ তা তিরিশ লক্ষ! ভাবছেন জাদু? না, এ হল মিড ক্যাপ ফান্ডের কামাল। দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এই খবরটা দারুণ। মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড বেশ জনপ্রিয়। এতে ঝুঁকি একটু বেশি। তবে সময়মতো বিনিয়োগ করলে মোটা টাকা লাভ হয়।

বুদ্ধিমান বিনিয়োগ কারীরা কী দেখে ফান্ড বাছেন ?

বিনিয়োগের আগে লোকে প্রথমেই দেখে ফান্ডের আগের লাভ কেমন ছিল। ফান্ড ম্যানেজারের নামডাক আর ফান্ড কোম্পানির বিশ্বস্ততাও দেখে। এইগুলো থেকেই বোঝা যায় ফান্ডটি ভবিষ্যতে কতটা লাভ দিতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, অল্প সময়ে লাভ নাও হতে পারে। কিন্তু অনেক দিন রাখলে চক্রবৃদ্ধি সুদে অনেক টাকা লাভ হয়।

ব্যবসা শুরু করুন পোল্ট্রি ফার্মের, সরকার দিচ্ছে ৫০ হাজার থেকে ৯ লাখ টাকার লোন, জানুন বিস্তারে

Mid Cap Mutual Fund – আমরা কোন ফান্ডের কথা বলছি আমরা আগে জানুন –

ICICI প্রুডেনশিয়াল মিড ক্যাপ ফান্ড নিয়ে কথা হচ্ছে। এই ফান্ড শুরু হয়েছিল ২০০৪ সালের ২৮ অক্টোবর। এখন এর অধীনে প্রায় ৬৬৫৪ কোটি টাকা আছে। গত ২০ বছরে ফান্ডটি দেখিয়েছে, ছোট টাকাও কীভাবে বড় হতে পারে।

দেখে নিন একনজরে হিসাব Mid Cap Mutual Fund 2025

এক বছর আগে কেউ যদি এই ফান্ডে এক লক্ষ টাকা রাখত, তবে আজ পেত মাত্র এক লক্ষ এক হাজার কুড়ি টাকা। অল্প সময়ে রিটার্ন একটু কমই হয়, প্রায় ১%। তিন বছর আগে এক লক্ষ টাকা রাখলে, তা আজ হতো ১.৭৮ লক্ষ টাকা। বার্ষিক গড়ে ২১.৪৫% রিটার্ন পাওয়া যেত। পাঁচ বছর আগে এক লক্ষ টাকা বিনিয়োগ করলে, তা আজ তিন লক্ষ পনেরো হাজার টাকা হতো। বার্ষিক গড় রিটার্ন ছিল ২৫.৮১%। দশ বছর আগে একই টাকা রাখলে, আজ তা ৪.২৬ লক্ষ টাকা হতো। বার্ষিক রিটার্ন আসত ১৫.৭%। আর ফান্ড শুরুর সময়ে, ২০০৪ সালে, কেউ যদি এক লক্ষ টাকা রাখত, তবে আজ তার মূল্য হতো ২৯.৫০ লক্ষ টাকা! বার্ষিক গড়ে ১৭.৬৪% রিটার্ন! ভাবা যায়!

কাগজ ছাড়াই Google Pay দিচ্ছে ১০-৫০ হাজার টাকা লোন! জানুন বিস্তারিত

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com